উইকেটের পরিস্থিতি অনুযায়ী টেস্টে সুইপ বা রিভার্স সুইপ খেলতে দোষের কিছু দেখছেন না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্রিকেটাররা নিজেদের পরিকল্পনা অনুযায়ী শট খেলেন জানিয়ে শান্ত জানিয়েছেন, উইকেট বিচারে এমন শট খেলে আউট হলেও তার কোনো আক্ষেপ নেই। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, 'কোন শট খেলতে হবে আপনাদের চেয়ে বেশি জানি।'
মিরপুর টেস্ট শুরু হচ্ছে সোমবার (২১ অক্টোবর), যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এশিয়ার বাইরের দেশটির বিপক্ষে স্পিন শক্তিকেই প্রাধান্য দিবে বাংলাদেশ, উইকেটও হবে স্পিন বান্ধব। সেখানে সাইড শট খেলা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন শান্ত।
টেস্টের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, 'যদি স্পিন হয়, সাইড শট খুব ইম্পরট্যান্ট। সুইপ, রিভার্স সুইপ। অনেকে এ ধরনের শট খেলতে গিয়ে আউট হলে অনেক ধরনের কথা আসে। এটাও বুঝতে হবে, এ ধরনের উইকেটে কোন শট ইম্পরট্যান্ট। এমন উইকেটে যে ধরনের শট খেলা জরুরী, খেলোয়াড়রা এসব শট খেলে আউট হলে আমার কোনো অসুবিধা নেই। খেলোয়াড়রা ঠিকভাবে প্রস্তুতি নিয়েছে।'
শুধু টেস্ট নয়, অন্যান্য ফরম্যাটেও উইকেট ও পরিস্থিতি অনুযায়ী এমন শটের পক্ষে সায় আছে শান্তর। এ সময় ভারত সফরে তার নিজের আউট সম্পর্কে প্রশ্ন করা হলে শান্ত কড়া ভাষায় জবাব দেন।
তিনি বলেন, 'লাস্ট টি-টোয়েন্টিতে যে রিভার্স সুইপ খেলেছি ওটা লং শট ছিল। এটা আমি স্বীকার করি। ঐ শট ঐ উইকেটে, ঐ বোলিংয়ের বিপক্ষে প্রয়োজন ছিল না। এর আগে আমি যে রিভার্স সুইপ খেলে আউট হয়েছি, ঐ উইকেটে প্রয়োজন ছিল। চেন্নাইয়ে বেশিরভাগ ঐ শট খেলেই আউট হয়েছি। বল স্পিন হচ্ছিল।'
শান্ত আরও বলেন, 'আপনারা যারা আছেন, আমরা হয়ত আপনাদের চেয়ে বেশি জানি কোন উইকেটে কোন শট খেলতে হবে। এখন যদি আপনার জায়গায় প্রশ্ন করা শুরু করি, হয়ত ভুল হবে। এটা একটা বোকামি। এটা বলব না খেলোয়াড়রা ঠিক শট খেলেই আউট হয়। ভুল হয়, ঠিক হয়, এর মাঝামাঝি থাকার চেষ্টা করি। তবে সবারই একটা প্রপার গেম প্ল্যান থাকে।'