Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ঢাবি ছাত্রশিবিরের নেতৃত্বে ফরহাদ-মহিউদ্দিন ■ শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত ■ যুক্তরাষ্ট্রে ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২ ■ তাপমাত্রা নামলো ৮ ডিগ্রির ঘরে, জনজীবন বিপর্যস্ত ■ ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ঝরল ৪ প্রাণ ■ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ■ যে কারণে খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান
বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন-সরকারকে নুর
Published : Saturday, 19 October, 2024 at 8:12 PM

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

গত আড়াই মাসে অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন,  দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরামর্শ নিন। বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এ গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।

জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, প্রিন্সিপ্যাল আখতারুজ্জামান, শরিফুল ইসলাম, আশিক ইকবাল, রাকিবুল হাসান, তোফাজ্জেল হোসেন, আব্দুর রহমান, আনিসুর রহমান, সোহেল রানা, বাবু খান, জাহাঙ্গীর হোসেন, আশিকুর রহমান, নেওয়াজ খান বাপ্পি, নাজমুল হাসান, মুক্তারুজ্জামান দেলু, বরকত আলী, অ্যাডভোকেট আব্দুল খালেক প্রমুখ। 

সমাবেশটি সঞ্চালনা করেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন।

প্রধান অতিথি বলেন, ৭১এ রক্ত দিয়েছি, ৯০ এ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা আর রক্ত দিতে চাই না, জীবন দিতে চাই না। আমাদের মনের মতো বাংলাদেশ আমরা আগামীতে গড়তে চাই, মানের মতো রাষ্ট্র সাজাতে চাই।

তিনি বলেন, এই সরকারকে ক্ষমতায় রেখে আমরা ঘুনে ধরা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা মেরামত করাতে চাই। রাষ্ট্র সংস্কার করতে চাই। নির্বাচন নিয়ে আমাদের কোনো অস্থিরতা নাই। নির্বাচন নিয়ে কোনো তাড়া নাই। শেখ হাসিনার ১৫ বছরে জালিমশাহী সরকারকে আমরা সহ্য করেছি। এ সরকার যদি দুই এক বছর ক্ষমতায় থাকে তাও আমরা সহ্য করতে পারব। তবে সরকারকেও জনগণের পালস্ বুঝতে হবে। জনগণের ভাষা বুঝতে হবে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সংহতির বিকল্প নেই
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 31 December, 2024
আবারও ৪ দিনের রিমান্ডে ইনু
নিজস্ব প্রতিবেদক
Monday, 30 December, 2024
ঘোষণাপত্রে কী থাকছে জানালেন সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
Sunday, 29 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up