Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ কমলো স্বর্ণের দাম ■ বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা ■ মূল্যস্ফীতি কমছে না, ফেব্রুয়ারিতে বাজেট সংশোধন ■ বাস ও জ্বালানি ট্রাকের সংঘর্ষে নিহত ৯ ■ রেমিট্যান্সের জোয়ারে রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার ■ ভোটাধিকার আদায়ে ৫ আগস্টের মতো রাস্তায় নামতে হবে ■ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলে ছুটির তালিকা প্রকাশ
চ্যালেঞ্জিং সময় পার করে পোশাক শিল্প এখন স্থিতিশীল
Published : Saturday, 19 October, 2024 at 3:28 PM

সংবাদ সম্মেলনে অতীত ও বর্তমান পোশাক খাতের অবস্থা নিয়ে কথা বলছেন বিজিএমইএ নেতারা

সংবাদ সম্মেলনে অতীত ও বর্তমান পোশাক খাতের অবস্থা নিয়ে কথা বলছেন বিজিএমইএ নেতারা

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, দেশের পোশাকশিল্প একটি চ্যালেঞ্জিং সময় পার করে বর্তমানে স্থিতিশীলতা অর্জন করেছে।

শনিবার (১৯ অক্টোবর) ঢাকায় উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে কথা বলেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। তিনি বলেন, সরকার, মালিক, শ্রমিক, বাংলাদেশ সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতায় বিজিএমইএ বোর্ড বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়েছে। এজন্য সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তাছাড়া ক্রেতারাও বাংলাদেশের পোশাক শিল্পের ওপর আস্থা রেখেছে জানিয়ে খন্দকার রফিকুল ইসলাম বলেন, বিজিএমইএ বোর্ডের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের নির্দেশনায় পোশাক কারখানাগুলোর নিরাপত্তায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী গঠন হয়েছে এবং যৌথবাহিনী গার্মেন্টস অধ্যুষিত অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিতে নিয়মিতভাবে টহল পরিচালনা করেছে। বিজিএমইএ সেনাবাহিনীর সহযোগিতায় কমিউনিটি পুলিশিং চালু করেছে।
 
তিনি আরও বলেন, পোশাক কারখানাগুলোতে আগস্ট মাসের বেতন পরিশোধে অনিশ্চয়তা দেখা দেয়ায় বিজিএমইএ থেকে এ ব্যাপারে সহযোগিতা চেয়ে অর্থ উপদেষ্টাকে চিঠি দেয়া হয়। বিজিএমইএ বোর্ড বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও দেখা করেছে। তারপর বিজিএমইএ এর অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আগস্ট মাসের বেতনভাতা পরিশোধের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে।

বিজিএমইএ সভাপতি বলেন, শ্রম অসন্তোষে আশুলিয়ায় ক্ষতিগ্রস্ত ৩৯টি পোশাক কারখানার শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন বেতনভাতা পরিশোধের সক্ষমতা ছিল না। বিজিএমইএ থেকে অর্থ মন্ত্রণালয়কে সেপ্টেম্বর মাসের বেতন ভাতা পরিশোধের লক্ষ্যে ৩৯টি পোশাক কারখানাকে সুদবিহীন সহজ শর্তে ঋণ দেয়ার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এ সময় বোর্ডের অন্যান্য নেতারা এবং সদস্যরাও উপস্থিত ছিলেন। 

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
কমলো স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Monday, 23 December, 2024
কারখানা খুলে দেয়ার দাবিতে মহাসড়কে অবরোধ
গাজীপুর প্রতিনিধি
Monday, 23 December, 2024
পাকিস্তান থেকে আসা জাহাজে যা যা রয়েছে
চট্টগ্রাম ব্যুরো
Saturday, 21 December, 2024
ফের পাকিস্তান থেকে জাহাজ আসছে বাংলাদেশে
নিজস্ব প্রতিবেদক
Thursday, 19 December, 2024
২৯ দিনে ভারত থেকে এলো শুল্কমুক্ত ৩৫৪৩ টন চাল
সাতক্ষীরা প্রতিনিধি
Saturday, 14 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up