Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক ■ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন ■ ভয়ঙ্কর রূপে ডেঙ্গু, একদিনে আরও ৭ মৃত্যু ■ সিলেটের মিললো ৮ মিলিয়ন গ্যাসের সন্ধান ■ সেন্টমার্টিন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত ■ সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন ■ ৭ ইসরায়েলি গ্রেপ্তার, অভিযোগ ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি!
পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজের সংবর্ধনা সভায়- সাবেক মেয়র
Published : Saturday, 19 October, 2024 at 9:13 AM, Update: 19.10.2024 9:16:40 AM

পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজের সংবর্ধনা সভায়- সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর

পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজের সংবর্ধনা সভায়- সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপির নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে বিশ্বের দেশে দেশে আমাদের অসংখ্য প্রবাসী নেতাকর্মী প্রাণপণ আন্দোলন-সংগ্রাম চালিয়েছেন। 

বিগত স্বৈরাচারী সরকারের অত্যাচার, নির্যাতনের ভয়ে বছরের পর বছর তারা দেশে আসতে পারেননি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের প্রবাসী নেতাকর্মীদের অবদান অনস্বীকার্য।

এমসি কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, পর্তুগাল বিএনপির ১ম যুগ্ম আহবায়ক শেখ খালেদ আহমদ মিনহাজ দীর্ঘ ১৩ বছর পর দেশে আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের উদ্যোগে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে আরিফুল হক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। 

সোমবার বিকালে সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের বাণীগাঁও শেখ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমদ সুইট। 

অনুষ্ঠানে বক্তৃতাকালে পর্তুগাল বিএনপির ১ম যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা শেখ খালেদ আহমদ মিনহাজ বলেন, আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করতে রাতদিন বিশ্বের দেশে দেশে আন্দোলন করেছি। আমরা চাই, বাংলাদেশে আর কোন স্বৈরাচারের জন্ম না হোক। তিনি বলেন, ইনশা আল্লাহ বালাগঞ্জবাসীর পাশে আছি, আগামীতেও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বালাগঞ্জবাসীর পাশে থাকবো। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ সুহেল, জামাল আহমদ মাস্টার, সাবেক সহ-সভাপতি সিরাজুজ্জামান খান মঙ্গল, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গয়াস মিয়া, বালাগঞ্জ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক হাজী রফিক আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল হক মেম্বার, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, নজরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা শেখ শফিকুর রহমান দুদু, ফখরুল ইসলাম, হেলাল আহমদ, যুবদল নেতা মকবুল হোসেন, দুলাল আহমদ, হাসান আহমদ, ছাদেক আহমদ, মঞ্জু মিয়া, এমরান আহমদ, আব্দুস সালাম আজাদ, জাকির হোসেন টিটু, শাহরিয়ার আহমদ খালেদ, নূরুল ইসলাম, সুফিয়ান আহমদ, খালেদ আহমদ ময়না, ফজলু মিয়া, আনোয়ার মিয়া, সেলিম আহমদ, বাবলু মিয়া, ফয়েজ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আরিফুল হক চৌধুরীকে ফুল এবং ক্রেস্ট প্রদান করেন বোয়ালজুড় ইউনিয়ন যুবদলের সভাপতি ছাদেক আহমদ।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
দেশে ফিরলে ৪০ লাখ টাকা!
প্রবাস ডেস্ক
Sunday, 22 September, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up