Published : Friday, 18 October, 2024 at 11:59 PM, Update: 19.10.2024 12:27:45 AM
বছর ব্যপী যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতেই রাশিয়ার সেনাদের পক্ষে লড়াই করতে সেনা পাঠানোর অভিযোগ উঠেছে উত্তর কোরিয়া বিরুদ্ধে।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা (এনআইএস) জানায়, এরই মধ্যে প্রায় দেড় হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পৌঁছেছে এবং মোট ১২ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যেই সিউল থেকে গুরুতর নিরাপত্তা হুমকির সতর্কতা জারি করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, ১০ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে পারে। তার এই অভিযোগের পরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এক জরুরি নিরাপত্তা বৈঠক আহ্বান করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে হবে। দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বৈঠকে জাতীয় প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে তারা বিষয়টি অগ্রাহ্য না করে আন্তর্জাতিকভাবে জবাব দেওয়ার আহ্বান জানান।
ইউক্রেনের গোয়েন্দারা জানান, রাশিয়ার সেনাবাহিনী একটি বিশেষ ইউনিট গঠন করছে, যেখানে উত্তর কোরীয় সেনাদের রাখা হবে।
এনআইএস দাবি করেছে, উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার চারটি ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছেন। এ ছাড়া গত আগস্ট মাস থেকে ১৩ হাজার কনটেইনার যুদ্ধ সরঞ্জাম পাঠিয়েছে উত্তর কোরিয়া।
এ সপ্তাহের শুরুতে পুতিন কিমের সঙ্গে করা একটি সামরিক চুক্তি অনুমোদনের জন্য একটি বিল উত্থাপন করেছিলেন। তাতে রাশিয়া ও উত্তর কোরিয়া উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন ঘটলে একে অপরকে সাহায্য করার বিষয়টি রয়েছে।