Published : Friday, 18 October, 2024 at 11:42 PM, Update: 18.10.2024 11:46:12 PM
স্বাস্থ্য খাত এখন এমন পর্যায়ে এসেছে যে এখন এটাকে ভেঙে পুনরায় ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি আরো বলেন বলেছেন, নানান সমস্যায় জর্জরিত ছিল এ মন্ত্রণালয়। আজকে ডেঙ্গু মোকাবিলায় কাজ করতে পারলে আমাদের হাসপাতালে আসতে হতো না। আমরা সেটা প্রতিরোধ করতে পারিনি।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট ভবনে ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চ আয়োজিত ‘দুইশতম মেডিকেল ক্যাম্প উদ্যাপন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সরকার একা সব কাজ করতে পারে না। দেশের বিভিন্ন প্রান্তে অনেক সংগঠন ভালোভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা তাদের সঙ্গে সমন্বয় করতে পারছি না। যে যেভাবে যোগ্য তাকে সেভাবেই অভিনন্দন জানানো উচিত।
ভালো কাজের সম্মান দিলে এই জেনারেশন সেটা থেকে শিখবে হবে মন্তব্য করে উপদেষ্টা আরো বলেন, দেশের নানা প্রান্তে অনেক হিরো আছে যাদেরকে আমরা যথাযোগ্য সম্মান দিতে পারি না।