চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দৈনিক আমার দেশ পত্রিকা আবার বাজারে আসবে বলে জানিয়েছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান।
শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আমার দেশ পত্রিকার ছাপাখানায় লুটপাটসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান বলেন, ডিসেম্বর মাসের মধ্যই আমার দেশ পত্রিকা আপনাদের হাতে তুলে দেবো। আমার দেশ পত্রিকা আবারও জনগণের পক্ষে কথা বলবে। ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে কথা বলবে, লুটেরাদের বিরুদ্ধে কথা বলবে। শুধু সরকারের কাছে চাওয়া, এই পত্রিকা চালুর ব্যাপারে যেন আইনি বাধায় না পড়ে সেই সহযোগিতা করা।
তিনি বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার আমার দেশ পত্রিকার প্রেস সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। নতুন প্রেস বসাতে অনেক সময় লাগবে। কিন্তু ইতোমধ্যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই ষড়যন্ত্র প্রতিরোধে আমার দেশের মতো মিডিয়া দরকার। আমার দেশ করপোরেট স্বার্থের বাইরে, কোনও দলের স্বার্থের বাইরে, দেশের সার্বভৌমত্বের জন্য দাঁড়াবে। দেশের মানুষের জন্য দাঁড়াবে। এজন্য আমার দেশ দ্রুত চালু করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্য দুটি প্রেস থেকে আমার দেশ ছাপা হবে।
পত্রিকাটি নতুন করে চালু করতে নিজেদের পত্রিকার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, হাতে আর আড়াই মাসের কম সময় আছে। অফিস পেয়ে গেলে আশা করি এর আগেই আমরা আসতে পারবো। অন্য প্রেস থেকে ছাপা হলেও ছাপানোর আগে ম্যাটার তৈরি করতে হবে। তার জন্য অফিস দরকার। আমার ধারণা, সহকর্মীরা আমার সঙ্গে আরও এক বছর লড়াই করতে রাজি হবেন। কিন্তু অফিস খুঁজে পাওয়ার জন্য এখন আমাদের সংগ্রাম করতে হচ্ছে। অফিসটা সেটআপ করাই এখন চ্যালেঞ্জ।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন, প্রেসের যন্ত্রাংশের ক্ষতি হয়েছে ২৫ কোটি এবং কাগজের ক্ষতি হয়েছে ১০ কোটি টাকার। অফিসে আগুন লাগাসহ অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।