নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করেন অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফ্রিকার মেয়েরা।
নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার আধিপত্য দীর্ঘদিনের। ৮টি টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে ৬টিতেই শিরোপা জিতেছে ক্যাঙ্গারু মেয়েরা।
শেষ তিন বারই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অজি নারী দল। সেই অস্ট্রেলিয়া সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নিল আসর থেকে। অন্যদিকে প্রথমবারের ফাইনালে টিকিট কাটল দক্ষিণ আফ্রিকা।