Published : Thursday, 17 October, 2024 at 2:42 PM, Update: 17.10.2024 2:52:53 PM
সাকিব আল হাসানকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে দেশে ফেরার কথা ছিলো তারকা এই অলরাউন্ডার। মনে হচ্ছিল বিদায়ী টেস্ট খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে সাকিবের।
তবে নানান নাটকীয়তার পর সেটি যে এখন একরকম থমকে গেছে সেটা স্বীকার করেছেন সাকিব নিজেই। ফলে ঘরের মাঠ থেকে তার বিদায়ী টেস্ট খেলা হচ্ছে না।
যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার পথে দুবাইয়ে ট্রানজিট নেয়া সাকিবকে নিরাপত্তা নিয়ে বার্তা পাঠায় বিসিবি।
যেখানে বলা হয়, নিরাপত্তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তাকে জানানোর পরই যেন তিনি ঢাকার বিমান ধরেন। এরপর লম্বা সময় কেটে গেছে। এক গণমাধ্যমের সঙ্গে দেশে ফেরা নিয়ে কথা বলেছেন সাকিব।
বাংলাদেশে না ফিরতে পারার বিষয়ে সাকিব জানিয়েছেন, নিজের নিরাপত্তার জন্যই এখন দেশে ফিরতে পারছেন না তিনি। সাকিব বলেন, দেশে ফেরার কথা ছিল… কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই…।
সাকিবের কথায় ‘হয়তো’ শব্দটি থাকায় দেশের ফেরার সম্ভাবনাও কিছুটা রয়ে যায়। চূড়ান্ত সিদ্ধান্ত কখন আসতে পারে, এটি জানতে চাওয়ার পর তার উত্তর, ‘এখন সিদ্ধান্ত চূড়ান্তই বলতে পারেন।’ অর্থাৎ বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরা হচ্ছে না সাকিবের।
কানপুরে ভারতের বিপক্ষে খেলা টেস্ট ম্যাচটিই হবে শেষ টেস্ট হয়ে গেল সাকিবের। এ ব্যাপারে অবশ্য এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি সাকিব কিংবা বিসিবি। তাই সেই আনুষ্ঠানিক ঘোষণা আসার আগ পর্যন্ত সাকিবকে নিয়ে ধোঁয়াশা থাকছেই।
সাকিবের বিদায়ী টেস্টকে কেন্দ্র করে পরিবারের উদ্যোগে এক হাজার টি শার্ট তৈরি করা হয়েছিল সমর্থকদের জন্য। এছাড়া ব্যানারও তৈরি করা হচ্ছিল। সাকিব যদি শেষ পর্যন্ত নাই আসেন, তাহলে সব আয়োজন বাতিল করে দেবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
খেলার পাশাপাশি সাকিব আল হাসান জড়িয়ে পড়েছিলেন রাজনীতিতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। যার কারণে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয় শঙ্কা। জন্ম দিয়েছে নানা প্রশ্নের। তারপরও সব কিছু তৈরিই ছিল। সাকিবকে রেখেই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল।