Published : Wednesday, 16 October, 2024 at 11:57 PM
বাবার কাছে মোবাইল চেয়ে না পেয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে একজন স্কুল ছাত্রী। ঘটনাটি নড়াইলের কালিয়ার উপজেলায়। নিহত ওই শিক্ষার্থীর নাম লামিয়া আক্তার।
বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পুরুলিয়া গ্রামে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
মৃত লামিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামের আলমগীর হোসেনের বড় মেয়ে। সে চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আলমগীর হোসেন তিন মেয়েকে নিয়ে গত একবছর ধরে পুরুলিয়া গ্রামের বেলায়েত হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। বুধবার সকাল ১০টার দিকে লামিয়া গেম খেলার জন্য তার বাবার ব্যবহৃত মোবাইলটি চায়।
বাবা মোবাইল না দিয়ে ছোট মেয়ে মাহিয়াকে নিয়ে তার চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে চলে যান। মোবাইল না পেয়ে অভিমানে লামিয়া ঘরের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কিছু সময় পরে জানালার ফাঁক দিয়ে আশেপাশের লোকজন লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার বাবাকে ফোনে বিষয়টি জানায়।
লামিয়ার মা বিদেশে এবং মেঝো বোন প্রাইভেট পড়তে পুরুলিয়া স্কুলে থাকায় বাড়িতে কেউ ছিল না। লামিয়াকে উদ্ধার করে স্থানীয় চাঁচুড়ী বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।