Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাত্র হত্যায় জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ■ পুলিশ গাড়িতে ওপর আন্দোলনকারীদের হামলা ■ নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু ■ বঙ্গভবনের সামনে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ■ তিনদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম ■ বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ■ প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক
লেবাননের পৌর ভবনে ইসরায়েলি হামলা, মেয়রসহ নিহত ৬
Published : Wednesday, 16 October, 2024 at 7:44 PM

নাবাতিহের পৌর ভবনে ভয়াবহ হামলা

নাবাতিহের পৌর ভবনে ভয়াবহ হামলা

দক্ষিণ লেবাননের অন্যতম প্রধান শহর নাবাতিহের পৌর ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শহরটির মেয়রসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। লেবাননে ইসরায়েলি হামলার বিরোধিতার কথা যুক্তরাষ্ট্র জানানোর কয়েকঘণ্টা পরেই এই হামলা হলো। সূত্র : রয়টার্স

দুটি নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (১৬ অক্টোবর) নাবাতিহে পৌর ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে মেয়র আহমেদ কাহিলসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা নাবাতিহ এলাকায় হিজবুল্লাহর কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত করে ভূগর্ভস্থ অবকাঠামো ভেঙে দিয়েছে। এই হামলায় ইসরায়েলি সেনাদের সঙ্গে নৌবাহিনীর সদস্যরাও যোগ দেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, স্থলভাগে সৈন্যদের সহযোগিতায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে নৌবাহিনী।

এই হামলার কয়েক ঘণ্টা আগে বৈরুতের দক্ষিণ শহরতলিতে আঘাত করে ইসরায়েল। রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। পাশাপাশি দুটি পৃথক এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখেছেন তারা।

ইসরায়েলি সামরিক বাহিনী সাম্প্রতিক সময়ে বৈরুতের দক্ষিণ শহরতলি এবং হিজবুল্লাহর ঘাঁটিগুলোতে আগাম সতর্কতা ছাড়াই বিস্তৃতভাবে হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা দক্ষিণ বৈরুতের শহরতলী দাহিয়েহের ভূগর্ভস্থ একটি হিজবুল্লাহর অস্ত্রের মজুদের উপর হামলা চালিয়েছে। তাদের দাবি, "হামলার আগে, এলাকার সাধারণ নাগরিকদের আগাম সতর্ক করা হয়েছিল। এছাড়া বেসামরিক মানুষের ক্ষতির ঝুঁকি কমানোর জন্যও পদক্ষেপ নেয়া হয়েছে।"

নাবাতিহ শহরে এই নৃশংস ইসরায়েলি হামলার নিন্দা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তিনি বলেছেন, "ইচ্ছাকৃতভাবে মিউনিসিপ্যাল কাউন্সিলের একটি সভাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল"। তার কথায়, "এই নতুন আগ্রাসন, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের শত্রুদের সংঘটিত অন্যসব অপরাধের সঙ্গে যুক্ত হলো। ইচ্ছাকৃতভাবে দখলদারিত্বের অপরাধ সম্পর্কে বিশ্ববাসীর নীরব অবস্থান ইসরায়েলর সীমালঙ্ঘন এবং অপরাধ অব্যাহত রাখতে উৎসাহিত করে।"

এদিকে মঙ্গলবার (১৫ অক্টোবর) লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব লেবাননের বেকা উপত্যকার রিয়াকে পাঁচজন, দক্ষিণে স্রেব্বাইনে পাঁচজন এবং টুলাইনে তিনজন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণে টায়ারের কাছে কানাতে একের পর এক হামলায় একজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আর বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বলছে, দক্ষিণের মাজরাআত মেশরেফে চারজন নিহত হয়েছেন।

দেশসংবাদ/এমএইচ/এমএটি


আপনার মতামত দিন
লেবানেন ইসরায়েলি হামলায় নিহত ২৪
আর্ন্তজাতিক ডেস্ক
Tuesday, 22 October, 2024
হামাসের হামলায় ইসরায়েলি কমান্ডার নিহত
আর্ন্তজাতিক ডেস্ক
Monday, 21 October, 2024
একদিনেই হিজবুল্লাহর ৬৫ যোদ্ধাকে হত্যা!
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 20 October, 2024
ইসরায়েলি হামলায় গাজায় ৭৩ ফিলিস্তিনি নিহত
আর্ন্তজাতিক ডেস্ক
Sunday, 20 October, 2024
নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 19 October, 2024
লেবাননের ১৫’শ সেনা হত্যার দাবি ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 19 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up