Published : Wednesday, 16 October, 2024 at 5:59 PM
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা এখন ঢাকায়। তাদের সঙ্গে প্রথম টেস্ট হবে ২১ অক্টোবর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এজন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব শঙ্কা উড়িয়ে স্কোয়াডে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।
ভারতের বিপক্ষ কানপুর টেস্টের আগে সাকিব এই ফরম্যাটের পাশাপাশি টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। সেখানে তিনি মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সাকিবের সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে।
বুধবার (১৬ অক্টোবর) সাকিবকে নিয়েই দল ঘোষণা করা হয়েছে। জানা গেছে দ্বিতীয় টেস্টেও তিনি খেলবেন। আগামী ২৯ অক্টোবর দ্বিতীয় টেস্ট গড়াবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
শুক্রবার মিরপুরে শুরু হবে ক্রিকেটারদের আনুষ্ঠানিক প্রস্তুতি। ইতোমধ্যে নতুন কোচ ফিল সিমন্স ঢাকায় চলে এসেছেন। সাকিবের আগামীকাল রাতের ফ্লাইটে দেশে ফেরার কথা। যদিও নিরাপত্তা প্রশ্নে ঠিক কখন তাকে বহনকরা বিমানটি অবতরণ করবে, সেটি জানায়নি বিসিবি।
এদিকে ভারতে বিপক্ষে দুই টেস্টের স্কোয়াডটিই রেখে দিয়েছে নির্বাচকরা। ভারতে দুই ম্যাচেই হতাশা উপহার দিয়েছিল দল। ঘরের মাঠে এবার নাজমুৃল হোসেন শান্তর দলের দারুণ কিছু করার সুযোগ।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাইজুল ইসলাম, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসিকন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।