অন্তর্বর্তী সরকারে টিম সিলেক্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম।
মঙ্গলবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
হাফিজ বলেন, ড. ইউনূস একজন ভদ্রলোক, তার ক্ষমতার অভিলাষ নেই৷ কিন্তু তার সরকার গঠনের টিম সিলেক্টে ভুল হয়েছে। এদের অনেকের ভাবভঙ্গিতে মনে হয় আজীবন ক্ষমতায় থাকতে এসেছেন। এতে মানুষের মধ্যে হতাশা গ্রাস করছে। এমন দুর্বল সরকার দেশ পেয়েছে যে, আনসার বাহিনীও ক্যু করার চেষ্টা করে।
তিনি আরও বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। তাদের অপকর্ম, দুর্নীতি, মানুষ হত্যা-গুমের বিচার হতে হবে৷
‘১০ বছর নয় নির্বাচনের যৌক্তিক সময় হতে পারে একবছর। অযথা সময় নষ্ট করার কারণ নেই, নির্বাচন দিতে হবে দ্রুত। জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে,’ বললেন হাফিজ।
অন্তর্বর্তী সরকার দ্রুত কমিশন গঠন করে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, কোনো পরাশক্তি আবারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে জনগণ প্রস্তুত রয়েছে, ব্যবস্থা নেবে। সবার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক চায় দেশের জনগণ। কোন প্রভুত্ব মেনে নেয়া হবে না।