Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাত্র হত্যায় জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ■ পুলিশ গাড়িতে ওপর আন্দোলনকারীদের হামলা ■ নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু ■ বঙ্গভবনের সামনে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ■ তিনদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম ■ বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ■ প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক
ড. ইউনূসের সঙ্গে বৈঠক করলেন পিটার হাস
Published : Tuesday, 15 October, 2024 at 7:34 PM

ড. ইউনূসে ও পিটার হাস

ড. ইউনূসে ও পিটার হাস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করলেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ মঙ্গলবার মার্কিন জ্বালানি কোম্পানি এক্সালারেট এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভেন কোবোসসহ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক করেন তিনি। বাংলাদেশ থেকে ফিরে গিয়ে এক্সালারেট এনার্জির কৌশলগত উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন পিটার হাস। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

স্টিফেন কোবোস যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ব্যবসায়ী পরিষদেরও সভাপতি। প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব নেয়া বিষয়ে তিনি বলেন, এতে বাংলাদেশের ব্যবসার আস্থা বাড়বে।

ড. ইউনূসকে কোবোস বলেন, ‘আপনি দায়িত্ব নেয়ার পর অনেক মার্কিন কোম্পানি বাংলাদেশের ব্যাপারে আগ্রহী হয়েছে।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কিছু শীর্ষ কোম্পানি যার মধ্যে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ব্যবসায়ী পরিষদের সদস্যও রয়েছে, তারা দক্ষিণ এশিয়ার ব্যবসার বিষয়ে উদগ্রীব।

এক্সালারেট এনার্জির সিইও বলেন, তার কোম্পানির বাংলাদেশের জ্বালানিখাতে আরও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এই কোম্পানি বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের পরিমাণ বাড়াতে ও সহজ করতে চায়।

এক্সিলারেটের বর্তমানে বাংলাদেশে দুটি সামুদ্রিক ভাসমান সংরক্ষণাগার ও এলএনজি রুপান্তরকরণ ইউনিটে বিনিয়োগি রয়েছে, যা ১ দশমিক ১ বিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করে। এর মাধ্যমে বাংলাদেশের দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ৩৪ শতাংশ পূরণ করা হয়।

ড. ইউনূস বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগের জন্য স্বাগতম জানান। তিনি জানান, তার সরকার সরাসরি বিদেশি বিনিয়োগের আকর্ষণ ও ব্যবসার পরিবেশ সৃষ্টিতে কাজ করছে। তিনি বলেন, ‘আপনারা (কোবোস ও তার প্রতিনিধিদল) উপযুক্ত সময়ে এখানে (বাংলাদেশে) এসেছেন।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এক্সালারেট এনার্জির ভাইন প্রেসিডেন্ট ডেরেক ওয়ং ও র‌্যামন ওয়াংডি, কোম্পানিটির কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার এসডিজিবিষয়ক মুখ্যসচিব লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী, জ্বালানি সচিব সাইফুল ইসলাম। 

দেশসংবাদ/এমএইচ/এমএটি


আপনার মতামত দিন
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি নোমান
নিজস্ব প্রতিবেদক
Monday, 21 October, 2024
নতুন দায়িত্ব নিয়ে ঢাকায় পিটার হাস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 17 October, 2024
ড. ইউনূসের সঙ্গে বৈঠক করলেন পিটার হাস
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up