উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গত কয়েক বছরের মতো এবারও পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে আছে ছাত্রীরা। ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়া ১৩ লাখ ৩১ হাজার ৫৮ শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ৬ লাখ ৬৫ হাজার ৪৫ জন। তাদের মধ্যে ৫ লাখ ৩১ হাজার ৭১৪ জন বা ৭৯ দশমিক ৯৫ শতাংশ পাস করেছে।
আর ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৫ লাখ ৩ হাজার ৫৯৫ জন, যার হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। চলতি বছর ছাত্রীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮০ হাজার ৯৩৩ জন; আর ছাত্রদের ক্ষেত্রে এ সংখ্যা ৬৪ হাজার ৯৭৮। তার মানে, ছাত্রদের চাইতে ১৫ হাজার ৯৫৫ জন বেশি ছাত্রী পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছেন।
এর আগে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীদের মধ্যে ৪৯ হাজার ৩৬৫ জন জিপিএ ৫ পেয়েছিলেন। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া ছাত্রের সংখ্যা ছিল ৪৩ হাজার ২৩০। সেবার ছাত্রদের চাইতে ৬ হাজার ১৩৫ জন জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছিলেন।
এবারের উচ্চ মাধ্যমিকের ফল মঙ্গলবার বেলা ১১টায় বোর্ড চেয়ারম্যানরা নিজেদের অফিসে বসে প্রকাশ করেন। ঢাকায় সমন্বিত ফল প্রকাশ করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে, তবে বেড়েছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী সংখ্যা। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ; জিপিএ ৫ পেয়েছিলেন ৯২ হাজার ৫৯৫ জন।