ক্লাব আর দেশের হয়ে হন্দাল কোলো মুয়ানির ক্যারিয়ার চলতি মৌসুমে চলছে ভিন্ন দুই রেখায়। পিএসজির সেরা একাদশে তিনি জায়গা পাচ্ছেন না নিয়মিত। কিন্তু তার ওপর জাতীয় দলের কোচের ভরসা প্রবল। ফ্রান্সের জার্সিতে সাম্প্রতিক সময়ে দারুণ উজ্জ্বল এই ফরোয়ার্ড। তার কাছ থেকে আস্থার প্রতিদান পেয়ে দারুণ সন্তুষ্ট ফরাসি কোচ দিদিয়ে দেশম।
ব্রাসেলসে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ে দেশমের শিষ্যরা। এই জয়ে কোয়ার্টার-ফাইনালে যাওয়ার রাস্তায় একটু এগিয়ে গেলো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। খেলার টিলেমানসের পেনাল্টি মিসের পর খেলার ৩৫ মিনিটে কোলো মুয়ানির পেনাল্টি গোলেই এগিয়ে যায় ফ্রান্স।
প্রথমার্ধেই বেলজিয়ামের হয়ে খেলার ৪৫ মিনিটে সমতা টানেন লোইস ওপেন্দা। দ্বিতীয়ার্ধের খেলার ৭৬ মিনিটে ব্যবধান গড়ে দেন কোলো মুয়ানি। তাতে স্কোরলাইন দাড়ায় ২-১।
বাকি সময়ে গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এ নিয়ে ৪ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে ফ্রান্স। শীর্ষে থাকা ইতালির সংগ্রহ ১০ পয়েন্ট। আর তৃতীয় স্থানে থাকা বেলাজিয়ামের পয়েন্ট ৪।