বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এর আগে সকালে শায়রুল কবির খান জানিয়েছিলেন, ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ বিকেলে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে।
পরে দুপুরে তিনি বলেন, আজ ম্যাডামকে (খালেদা জিয়া) হাসপাতাল নেয়া হবে না। পরবর্তী সিদ্ধান্ত আপনাদের জানানো হবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্রোগে ভুগছেন। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি তিনি লিভার সিরোসিসেও আক্রান্ত। ২০২১ সালে আকান্ত্র হয়েছিলেন করোনাভাইরাসেও। এখন প্রায়ই তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে একাধিকবার পরামর্শও দেয় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।