Published : Monday, 14 October, 2024 at 3:00 PM, Update: 14.10.2024 3:01:50 PM
অবশেষে বিপিএলের ড্রাফটে দল পেলেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। দেশের ঘরোয়া ক্রিকেটে প্রতিভাবান এই খেলোয়াড়কে নিয়ে আলোচনা ছিল আগেই, কিন্তু প্রথম তিন সেটে অবিক্রিত থাকায় অনেকের মনেই প্রশ্ন উঠেছিল। তবে চতুর্থ সেটে এসে ফরচুন বরিশাল তাকে দলে ভিড়িয়েছে, যেখানে আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো তারকারা।
সোমবার (১৪ অক্টোবর) বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে। রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। সেখানে 'এ' ক্যাটাগরি থেকে রিশাদকে দলে টেনেছে বরিশাল।
এদিকে ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এবাদত হোসেন দল পেয়েছেন তৃতীয় সেটে। ক্যাটাগরি 'সি'তে থাকা এই ক্রিকেটারকেও দলে টেনেছে বরিশাল। অন্যদিকে, দীর্ঘদিন ধরে স্পটলাইটের বাইরে থাকা সাব্বির রহমানও তৃতীয় সেটে দল পেয়েছেন। গত আসরে দল না পাওয়া এই ক্রিকেটারকে এবার দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস।
তৃতীয় সেটে মুনিম শাহরিয়ারকে ঢাকা, মোহাম্মদ মিঠুন ও নাঈম ইসলামকে চট্টগ্রাম, আবু হায়দার ও জিয়াউর রহমানকে খুলনা, রেজাউর রহমান ও ইরফান শুক্কুরকে রংপুর, রুয়েল মিয়া ও আরিফুল হককে সিলেট এবং নাঈম হাসানকে নিয়েছে বরিশাল।
ড্রাফটের আগেই প্রকাশিত মূল্য তালিকা অনুযায়ী সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।
প্লেয়ার্স ড্রাফটে নাম উঠছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের। এর মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের 'এ' ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। এছাড়া আরও চারটি ক্যাটাগরিতেও আছে বিদেশি ক্রিকেটারদের নাম।
বিপিএলের এবারের আসরে তিনটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নতুন যোগ দিচ্ছে দুর্বার রাজশাহী। রাজশাহী ছাড়া নতুন ফ্র্যাঞ্চাইজির মধ্যে আছে ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস।