‘বাংলাদেশী স্বেচ্ছাসেবক কাতার’ গ্রুপের আয়োজনে কাতারের আলসাদ শহরে অবস্থিত আল আরব ইন্টারন্যাশনাল একাডেমি তে 'বাংলাদেশী সেচ্ছাসেবক কাতার' জার্সি বিতরণ ও ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়।
শুক্রবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। যারা আগে থেকে জার্সি নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছিলেন তাদের সবাইকে বাংলাদেশী স্বেচ্ছাসেবক কাতার নতুন জার্সি বিতরণ করা হয়। সেখানে মোট ৪ টি ফুটবল টিম টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ৪ টিমের সবাই বাংলাদেশী স্বেচ্ছাসেবক কাতার গ্রুপের বাংলাদেশী স্বেচ্ছাসেবী সদস্যরা ছিলেন।
এই ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশী মোট স্বেচ্ছাসেবক সদস্য উপস্থিতি ছিলেন প্রায় ১৩০ জন। এছাড়াও, পূর্বে আয়োজিত অনলাইন মাধ্যম ফেসবুক গ্রুপে বাংলাদেশী স্বেচ্ছাসেবক অভিজ্ঞতা কর্মসূচি শেয়ার করে হয়। যারা স্বেচ্ছাসেবক অভিজ্ঞতা ফেসবুক গ্রুপে শেয়ার করে তাদের সবাইকে বাংলাদেশী স্বেচ্ছাসেবক কাতার গ্রুপের পক্ষ থেকে মগ পুরুষ্কার দেওয়া হয়। বিজয়ী দল ও টুর্নামেন্টে অংশগ্রহণ করা সকল খেলোয়াড়দের মেডেল দেওয়া হয়।
এর আগে ফিফা বিশ্বকাপ কাতার, এএফসি এশিয়ান কাপ, আরব কাপ ও কাতারে বিভিন্ন লোকাল ও ইন্টারন্যাশনাল ইভেন্ট এবং স্পোর্টস টুর্নামেন্টে বাংলাদেশী স্বেচ্ছাসেবক সদস্যদের উপস্থিতি দেখা গিয়েছে। তারা নিয়মিত কাতারে বিভিন্ন টুর্নামেন্ট ও ইভেন্টে স্বেচ্ছাসেবক সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও, কাতারে বাংলাদেশী স্বেচ্ছাসেবক গ্রুপ সমুদ্র পরিষ্কার, রক্তদান কর্মসূচি পালন করেছে কাতারে সফলতার সাথে। তারা নিয়মিত বিভিন্ন ভালো কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দূর প্রবাসে।