মৃতপ্রায় ডাকাতিয়া নদী বাঁচানোর উদ্যোগ নিয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত উন্নয়ন ফোরাম নামের একটি সামাজিক সংগঠন।
শনিবার (১২ অক্টোবর) সকালে শতাধিক স্বেচ্ছাসেবী নদী থেকে সপ্তাহব্যাপী বর্জ্য অপসারণের কাজ শুরু করেছেন।
উপজেলার কনকাপৈত ইউনিয়নের মরকটা স্টিল ব্রিজ এলাকায় শুরু করা নদী থেকে কচুরিপানা ও আবর্জনা অপসারণ কাজে নেতৃত্ব দেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. ইকবাল হোসেন মজুমদার।
তিনি বলেন, কনকাপৈত ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে এই এলাকা দিয়ে বয়ে যাওয়া প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ ডাকাতিয়া নদীর বর্জ্য অপসারণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আজ মরকটা স্টিল ব্রিজ এলাকা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। সম্পূর্ণ বর্জ্য অপসারণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউপির প্যানেল চেয়ারম্যান মীর হোসেন, তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, ব্যবসায়ী নাসির উদ্দিন, শাহ আলম মজুমদার, মনির হোসেন, প্রবাসী ইমাম হোসেন, মাওলানা রুহুল আমিন, ফুয়াদ বিন মোস্তফা, নুরুল আলম, ফারহান মজুমদার, হোসাইন মামুনসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত স্বেচ্ছাসেবীবৃন্দ।