Published : Wednesday, 9 October, 2024 at 9:21 PM, Update: 09.10.2024 11:13:40 PM
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হার। তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমন ম্যাচে শুরুটা ভালোই করেছিল টাইগাররা। তবে তা ধরে রাখতে পারেনি। ভারতের রানের পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে ২২২ রান করতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।
বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক শান্ত। টস হেরে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের করা প্রথম ওভারেই ১৫ রান সংগ্রহ করে ভারত। তবে দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ।
দলীয় ১৭ রানে ৭ বলে ১০ রান করে আউট হন স্যাঞ্জু স্যামসন। এরপর ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে ভারত শিবিরে আঘাত হানেন তানজিম হাসান সাকিব। ১১ বলে ১৫ রান করা অভিষেক শর্মাকে সাজঘরে ফেরান তিনি।
এরপর নীতিশ কুমারকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে দলীয় ৪১ রানে তাকে সাজঘরে ফেরান মোস্তাফিজ রহমান। ১০ বলে ৮ রান করেন সূর্য।
এরপর ক্রিজে আসা রিংকু সিংকে নিয়ে রানের চাকা সচল রাখেন নীতিশ। ধীরে ধীরে টাইগার বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার। আগ্রাসী ব্যাটিংয়ে ২৭ বলে ফিফটি তুলে নেন নীতিশ। এরপর আরও মারমুখী ব্যাটিং করতে থাকেন তিনি। রিংকুকে সঙ্গে নিয়ে ১০৮ রানের জুটি গড়েন নীতিশ।
দলীয় ১৪৯ রানে ৩৪ বলে ৭৪ রান করে আউট হন নীতিশ। তবে হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রিংকু। ২৬ বলে ফিফটি তুলে নেন তিনি। তাসকিনের বলে আউট হওয়ার আগে ২৯ বলে ৫৩ রান করেন রিংকু।
এরপর বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন হার্দিক ও রিয়ান পরাগ। শেষ ওভারে তিন উইকেট তুলে নেন রিশাদ হোসেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে ভারত। হার্দিক ১৯ বলে ৩২ ও পরাগ ৬ বলে ১৫ রান করেন।