Published : Wednesday, 9 October, 2024 at 8:01 PM, Update: 09.10.2024 9:24:06 PM
টস হেরে ব্যাটিংয়ে নেমে দিল্লীর ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম ওভারে ১৫ রান নেয় ভারত। তবে দ্বিতীয় ওভারে এসেই রানের লাগাম টেনে ধরেন তাসকিন আহমেদ। প্রথম ৫ বলে মাত্র ২ রান দিয়ে চাপ তৈরি করে শেষ বলে সানজু স্যামসনের উইকেট তুলে নেন তিনি।
টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাওয়ার প্লেতে সঠিক প্রমাণিত করেছেন বাংলাদেশি বোলাররা। বিশেষ করে পেসাররা। নতুন বলে তিন পেসারই সাফল্যের দেখা পেয়েছেন। সবাই নিজেদের প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন। তাতে প্রথম পাওয়ার প্লেতে দুর্দান্ত ছিল বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৫ রান।
নতুন বল মেহেদি হাসান মিরাজের হাতে তুলে দেন নাজমুল হোসেন শান্ত। বল হাতে ইনিংস ওপেন করতে এসে অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি মিরাজ। তিন বাউন্ডারিতে প্রথম ওভারেই ১৫ রান খরচ করেন এই ডানহাতি অফ স্পিনার।
ইনিংসের দ্বিতীয় ওভারে রানের লাগাম টেনে ধরেন তাসকিন আহমেদ। এই পেসারের প্রথম ৫ বল থেকে মাত্র ২ রান নিতে পারে ভারত। আর শেষ বলে পেয়েছেন উইকেটের দেখাও। এই পেসারের করা স্লোয়ার বুঝতে না পেরে ব্যাট চালান সাঞ্জু , ঠিকমতো টাইমিং না হওয়ায় ধরা পড়েন মিড অফে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৭ বলে ১০ রান।
প্রথম ওভারে খরুচে থাকায় পরের ওভারেই মিরাজকে সরিয়ে দেন শান্ত। ইনিংসের তৃতীয় ওভারে প্রথমবার আক্রমণে আসেন তানজিম সাকিব। এই বাঁহাতি পেসার বোলিংয়ে এসেই ফিরিয়েছেন অভিষেক শর্মাকে। এই বাঁহাতি পেসারের করা অফ স্টাম্পের বাইরের বল মারতে গেলে ব্যাটের ভেতরের অংশে লেগে বল স্টাম্পে আঘাত হানে। অভিষেক ফিরেছেন ১৫ রান করে।
২৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ধুঁকছিল ভারত। তাই দেখে-শুনে খেলার চেষ্টা করেছেন সূর্যকুমার যাদব। তবে বেশিক্ষণ টিকতে পারেননি ভারত অধিনায়ক। পাওয়ার প্লের শেষ ওভারে প্রথমবার আক্রমণে এসে সূর্যকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের স্লোয়ার কাটারে মিড অফে সহজ ক্যাচ দিয়েছেন সূর্য।