Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ১০ লক্ষাধিক করদাতার ই-রিটার্ন দাখিল ■ ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব ■ ৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন, বাদ পড়লেন আরও ১৬৮ জন ■ মিয়ানমারের দু’পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে বাংলাদেশ ■ একের পর এক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ১৮ জনের ■ মঙ্গলবার ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ ■ জিমি কার্টারের মৃত্যুতে ড. ইউনূসের শোক
প্রাথমিক বিদ্যালয়ে দেয়া হবে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন
Published : Wednesday, 9 October, 2024 at 7:55 PM

প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ড কানেকশন দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ৩৬টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) বিদ্যালয়গুলোয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন ‘ইস্ট্যাবলিসমেন্ট ডিজিটাল কানেকটিভিটি (ইডিসি) ’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ বুধবার এতথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি শাখার পরিচালক (চলতি দায়িত্ব) মহিউদ্দীন আহমেদ তালুকদার।

তিনি জানান, সব প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ইডিসি প্রকল্পের আওতায় বিদ্যালয়গুলোয় ইন্টারনেট সংযোগ দেয়া হবে। মোট ৩৬টি আইএসপি এ সংযোগগুলো স্থাপন করবে।

কবে নাগাদ সব স্কুলে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেওয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, ইডিসি প্রকল্পের সঙ্গে এমইউ করার উদ্যোগ নেয়া হয়েছে। কবে নাগাদ সব স্কুলে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন স্থাপন করা হবে সে বিষয়ে এখনই মন্তব্য করতে পারছি না।

এর আগে ২০২২ সালে ৪১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণ ফোনের আওতায় ওয়াইফাই ইন্টারনেট সংযোগ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছিল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫ টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৩৬৫ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন।

দেশসংবাদ/এমএইচ/এমএটি


আপনার মতামত দিন
৪৭তম বিসিএসের আবেদন শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 29 December, 2024
চমক এসেছে এসএসসির সিলেবাস ও মানবণ্টনে
নিজস্ব প্রতিবেদক
Saturday, 28 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up