Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাত্র হত্যায় জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ■ পুলিশ গাড়িতে ওপর আন্দোলনকারীদের হামলা ■ নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু ■ বঙ্গভবনের সামনে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ■ তিনদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম ■ বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ■ প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক
ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে এবার সমন জারি
Published : Tuesday, 8 October, 2024 at 4:48 PM

সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি

সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি

প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলার গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে তাকে ২৮ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

মঙ্গলবার (০৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে এই মামলা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বিচারক মামলাটি গ্রহণ করে তাপসী তাবাসসুম উর্মিকে আগামী ২৮ নভেম্বর স্বশরীরে আদালতে হাজির হতে সমন জারি করেছেন বলে জানান বাদীর আইনজীবী মো. খাদেমুল ইসলাম।

লালমনিরহাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত তাপসী তাবাসসুম সম্প্রতি ফেইসবুকে এক পোস্টে ড. ইউনূসের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় লিখেছিলেন- “কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়।”

এরপর গত রোববার (০৬ অক্টোবর) তাকে ওএসডি করা হয়। একদিন বাদে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আসা বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, তাপসী তাবাসসুম নিজের ফেইসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তাপসী তাবাসসুমের বিরুদ্ধে মঙ্গলবার ঢাকার আদালতে মানহানি মামলার আবেদনে বাদী বলেন, গত ৫ অক্টোবর আসামি তাপসী তাবাসসুম কেবল শহীদ আবু সাঈদ নয়, ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকারপ্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্য ফেইসবুকে লেখেন।

“তার মন্তব্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত সরকার সম্পর্কে বিষোদগার করা হয়েছে। একই সঙ্গে সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।”

মামলার আরজিতে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেন বাদী আবু হানিফ।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
নিজ থেকেই রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত
আদালত প্রতিবেদক
Monday, 21 October, 2024
জয়পুরহাটে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন
জয়পুরহাট প্রতিনিধি
Sunday, 20 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up