নানা অভিযোগে অভিযুক্ত সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, তাই স্ত্রীসহ তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
মঙ্গলবার (০৮ অক্টোবর) ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তানভীর ও তার স্ত্রী মাহিন ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। দুদকের পক্ষে এ আবেদন করেছিলেন উপপরিচালক মুহাম্মদ জয়নুল আবেদীন।
তানভীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, তানভীর ইমামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুদক অনুসন্ধান করছে। এর মধ্যে মানিলন্ডারিংয়ের অভিযোগটি রাষ্ট্রের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুসন্ধান চলাকালে খবর পাওয়া যায় যেন, স্ত্রীসহ তানভীর দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি যদি পালিয়ে যান তাহলে অনুসন্ধান কাজ ব্যাহত হতে পারে, সৃষ্টি হতে পারে দীর্ঘসূত্রতা। আর এসব কারণেই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদক।