Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ৬ মাসে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দাবি জামায়াতের ■ সীমান্তে সন্ত্রাসী হামলায় ১৬ সেনা নিহত ■ ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ■ গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের খসড়া তালিকা প্রকাশ ■ অস্থিরতার পেছনে প্লেয়ার ও রেগুলেটরদের দুষলেন অর্থ উপদেষ্টা ■ সরকারের কাছে ৫ দাবি বুয়েট শিক্ষার্থীদের ■ উপদেষ্টা হাসান আরিফের দাফন সোমবার
বিদায় জানাতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ
Published : Tuesday, 8 October, 2024 at 9:01 AM

 বিদায় জানাতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ

বিদায় জানাতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে বিদায় জানাতে যাচ্ছেন পঞ্চমবান্ডবের আরো এক তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। হায়দরাবাদে আগামী ১২ অক্টোবর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন মিস্টার সাইলেন্ট কিলার খ্যাত এই তারকা। আগেই টেস্ট ক্রিকেট বিদায় জানানোর এবার টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলবেন তিনি। তবে ধারণা করা হচ্ছে ওয়ানডে খেলবেন আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। 

কেনিয়ার নাইরেবি থেকে ভারতের হায়দ্রাবাদ। ২০০৭ থেকে ২০২৪। থামছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বয়সটা ৩৯ ছুঁই ছুঁই। বিদায় জানাতে যাচ্ছেন টি-টোয়েন্টি ফরম্যাটকে। ক্যারিয়ারের ১৪১ ইনিংসের পর যাত্রা শেষ হচ্ছে তার। অবশেষে থামছেন তিনি। 

ভারত সিরিজে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মাহমুদউল্লাহর আগেই নেয়া। এ ব্যাপারেটি বিসিবির শীর্ষ কর্মকতাকে আগেই জানিয়েছেন তিনি। যদিও বিসিবিও তাকে মাঠ থেকে বিদায় নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও দু এক বছর দেখা যেতে পারে তাকে। 

টি-টোয়েন্টিতে লম্বা সময় বিরতিতে ছিলেন রিয়াদ। তবে সর্বশেষ বিশ্বকাপের স্কোয়াডে দলে সুযোগ পেয়েও পারফরমেন্সে সেভাবে ছিল না। এরপর থেকেই এই সংস্করণে তার ভবিষ্যত নিয়ে নানা রকম প্রশ্ন উঠতে থাকে। সর্বশেষ ভারত সিরিজ শুরুর আগেও একই প্রশ্নের মুখোমুখি হতে হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। যদিও অধিনায়ক বলেছিলেন, বিষয়টি নিয়ে বোর্ড ও নির্বাচকদের সঙ্গে কথা বলবেন রিয়াদ। 

২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক। এরপর বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭ দশমিক ৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮। বোলিংয়ে  মাহমুদল্লাহ ৭৮  ইনিংসে হাতঘুরিয়ে নিয়েছিলেন ৪০ উইকেট। 

২০২১ সালে জিম্বাবুয়ে সিরিজে টেস্ট থেকে বিদায় বলেছিলেনমাহমুদউল্লাহ। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলেছেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন তিনি। লম্বা সময় পর ফিরেও তেমন কোনো সুবিধা করতে পারেননি। এবার তাই ব্যর্থতাকে সঙ্গী করে বিদায় নিচ্ছেন ভারতের মাটিতে।

২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমদুল্লাহ, তার অধিনায়কত্বে বাংলাদেশ দল খেলেছে ২০২১ সালের আমিরাত বিশ্বকাপে। অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর অধীনে বাংলাদেশ জয় ছিল ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের হার
নিজস্ব প্রতিবেদক
Thursday, 19 December, 2024
১২০ রানে বড় জয়ে সুপার ফোরে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
Tuesday, 17 December, 2024
বিজয়ের দিনে ক্রিকেট মাঠে জয়
ক্রীড়া প্রতিবেদক
Monday, 16 December, 2024
সাকিবকে নিষেধাজ্ঞা দিলো ইসিবি
ক্রীড়া ডেস্ক
Friday, 13 December, 2024
চার বছর পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
Friday, 13 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up