Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ মেট্রোর ভাড়া নিয়ে সুখবর দিলো এনবিআর ■ সীমান্তে আগুনের কুণ্ডলী, আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা ■ স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান ■ অনুমতি পেলে ভারতে গিয়ে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে ■ ডিবিতে আয়নাঘর থাকবে না, ভাতের হোটেলও থাকবে না ■ জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করার পক্ষে ড. তোফায়েল ■ এবার ভারতে এইচএমপিভি ভাইরাসের হানা, শনাক্ত ২ শিশু
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় ড. ইউনূস
Published : Monday, 7 October, 2024 at 11:01 PM

 বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় ড. ইউনূস

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় ড. ইউনূস

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশ’ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তালিকায় ৫০তম অবস্থানে রয়েছেন।

জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’ এই তালিকা প্রকাশ করেছে। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর এ তালিকা প্রকাশ করে আসছে।

এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আল হোসাইন। অষ্টম অবস্থানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নাম রয়েছে। ১২তম অবস্থানে রয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

ধর্মীয় চিন্তা-ভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামের এ তালিকায় স্থান পান। 

যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম-ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহযোগিতায় এ বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে।

এ তালিকায় বছরের সেরা মুসলমান নারী হিসেবে মনোনীত হয়েছেন জর্ডানের রানি রানিয়া আল আব্দুল্লাহ। অবশ্য প্রভাবশালী মুসলমানদের পুরুষ তালিকায়ও জর্ডানের রাজা ও নারী তালিকায়ও জর্ডানের রানি থাকায় জর্ডান থেকে প্রকাশিত এ তালিকা পুরোপুরি রাষ্ট্রীয় প্রভাবমুক্ত নয় বলেই মনে করছেন ইসলামী রাষ্ট্রচিন্তাবিদরা।

কারণ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইরান, তুরস্কসহ মধ্যপ্রাচ্যের অন্য মুসলিম সরকারপ্রধানরা বর্তমানে বিশ্বজুড়ে মুসলমানদের ওপরে যে প্রভাব বিস্তার করেছেন সে তুলনায় জর্ডানের রাজা-রানির ভূমিকা খুবই গৌণ। 

এ তালিকায় বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘে সম্প্রতি যে প্রভাব দেখিয়েছেন পারস্পরিক সম্পর্ক ও রাজনৈতিক দূরদর্শিতা বিবেচনায় নিলে মুসলিম বিশ্বের শীর্ষ ৫০০ নেতার মধ্যে ৫০তম অবস্থান তার প্রাপ্য নয়, তিনি সেরা ১০-এর প্রথম সারিতেই থাকবেন। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

১৯৪০ সালের ২৮ জুন জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। কর্মজীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় তার ভূমিকার জন্য ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পান এ কিংবদন্তি। প্রতিষ্ঠানটি জামানত ছাড়াই ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে লাখো সুবিধাবঞ্চিত মানুষের ক্ষমতায়ন করেছে। বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে তার ভূমিকা অভাবনীয়। নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতায় তার ভূমিকা গোটা বিশ্বে সমাদৃত।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ইসরায়েলি হামলায় গাজায় ৫৯ ফিলিস্তিনি নিহত
আর্ন্তজাতিক ডেস্ক
Sunday, 5 January, 2025
গাজায় ইসরায়েলি হামলায় ২৩ ফিলিস্তিনি নিহত
আর্ন্তজাতিক ডেস্ক
Thursday, 2 January, 2025
ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন আসাদের স্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 26 December, 2024
অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 24 December, 2024
বাস ও জ্বালানি ট্রাকের সংঘর্ষে নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 23 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up