Published : Monday, 7 October, 2024 at 10:09 PM, Update: 07.10.2024 10:13:50 PM
গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ তিনজন আহতের খবর পাওয়া গেছে।
সোমবার (০৭ অক্টোবর) দুপুরে মহানগরের জয়দেবপুর রেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর মহানগর পুলিশের ওসি রাহেদুল ইসলাম।
গুলিবিদ্ধরা হলেন: মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (৪৫) ও ২৭নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা সাবেদ তালুকদার (৫২)। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া চাপাতির কোপে গুরুতর আহত যুবদল নেতা অলিউল্লাহ তুহিনকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার দলীয় পদবী জানা যায়নি।
এ ঘটনায় মনিরুল ইসলামের পায়ে গুলি লাগে। সংঘর্ষের এক পর্যায়ে সৌরভের পক্ষের কয়েকজন দেশি অস্ত্র দিয়ে সাগরের পক্ষের সফিকুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ছাড়া গুলিবিদ্ধ মনিরুলকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির রনির আজ একটি অনুষ্ঠান ছিল। রনি বর্তমানে দেশের বাইরে আছেন।
তবে রনি ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত থাকা অবস্থায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে গোলাগুলিও হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে।
দুপুরে আহত অবস্থায় একজন হাসপাতালে এসেছেন; যার পিঠে ক্ষত চিহ্ন রয়েছে বলে জানান তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরিদ।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে; এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান ওসি রাহেদুল ইসলাম।