গত সরকারের আমলে নতুন করে ভোটার নিবন্ধন করেছিল নির্বাচন কমিশন। সামনে নির্বাচন তাই, ভোটার হালনাগাত সহ নতুন ভোটার নিবন্ধন করতে চায় নির্বাচন কমিশন। এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত সভা অনুষ্ঠিত আগামীকাল মঙ্গলবার। বিকাল ৩টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা হবে।
জানা গেছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহাবুব আলম তালুকদারের সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি এ সভা হবে।
সভায় ঢাকা অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধন, নতুন ভোটার নিবন্ধন ও ভোটার স্থানান্তর বিষয়ে আলোচনা হবে। এতে প্রধান অতিথি হিসেবে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম উপস্থিত থাকবেন।