সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ওপর পচা ডিম নিক্ষেপ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশের প্রটোকল ভেঙে তার ওপর হামলার চেষ্টা করেছে উত্তেজিত জনতা। পরে ধাওয়া খেয়ে দৌড়ে তিনি হাজতখানায় আশ্রয় নেন।
সোমবার (৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলার রিমান্ড শুনানি শেষে এ ঘটনা ঘটে।
এ দিন বিকেলে রিমান্ড শুনানি শেষে পুলিশ সদস্যরা সাবের হোসেনসহ অন্য মামলায় আসামি এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলামকে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
আসামিরা আদালতের গেট থেকে হাজতখানায় যাওয়ার রাস্তায় পৌঁছামাত্র আগে থেকে অবস্থান নেয়া বিএনপি নেতাকর্মীরা তাদের লক্ষ করে পচা ডিম নিক্ষেপ করতে থাকেন। এ সময় আদালতের বারান্দা থেকেও ডিম নিক্ষেপ করা হয়।
সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেড ভেঙে কয়েকজন বিক্ষোভকারী সাবের হোসেনের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। সাবের হোসেনের পেছন থেকে একজনকে চড় মারতেও দেখা যায়। তখন পুলিশসহ আসামিরা দৌড়ে আদালতের হাজতখানায় প্রবেশ করেন।
উল্লেখ্য, দুই বছর আগে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের দলটির এক কর্মী নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।