Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ‘জনশক্তি’ নিয়ে কোনও আলোচনা হয়নি ■ রাহাত ফতেহ আলী খানের কনসার্ট শুরু ■ আ. লীগ দেশকে গোরস্তান বানিয়েছিল ■ বিএনপির সঙ্গে ১২ দলীয় জোট লিয়াজোঁ কমিটির বৈঠক ■ ৬ মাসে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দাবি জামায়াতের ■ সীমান্তে সন্ত্রাসী হামলায় ১৬ সেনা নিহত ■ ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
‘দুর্গাপূজা ঘিরে অপতৎপরতার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা’
Published : Monday, 7 October, 2024 at 1:33 PM

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইজিপি মইনুল ইসলাম

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইজিপি মইনুল ইসলাম

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা নেই জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মইনুল ইসলাম বলেছেন, পূজাকে ঘিরে জঙ্গি হামলা বা তৎপরতার সুযোগ নাই। তবে কোনো ধরনের অপতৎপরতার চেষ্টা করা হলে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে। 

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর তাগিদ দেয়া হয়েছে জানিয়ে আইজিপি বলেন, দুর্গাপূজায় আনসার-ভিডিপি মোতায়েন থাকবে। এছাড়া সশস্ত্র বাহিনী মোতায়ানসহ থাকবে বিশেষায়িত পুলিশ বাহিনীও। পূজা মণ্ডপগুলোতেও ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবকরা থাকবেন। 

পুলিশ প্রধান বলেন, পূজা ঘিরে কোথাও কোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলার সুযোগ নাই। আমরা সাইবার মনিটরিং জোরদার করেছি। সাইবার পেট্রোলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কেউ ইলেকট্রনিক্স মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে মিথ্যা তথ্য, গুজব ও অতিরঞ্জন কোনো কিছু না ছড়াতে পারে।

‘জেলা-উপজেলা এবং সদর দফতরে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যেখান থেকে যে কেউ দ্রুত সংবাদ জানাতে পারবেন। এনটিএমসিও তাদের দ্রুত ব্যবস্থা রেখেছে।’-বলেন পুলিশ প্রধান।

মইনুল ইসলাম বলেন, আগামীকাল থেকে প্রতিটি পূজা মণ্ডপে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা কাজ শুরু করবেন। তারা পূজা মণ্ডপে নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করবেন।

উৎসবমুখর পরিবেশে পূজা উৎসব করতে সবার সহযোগিতা চেয়ে আইজিপি বলেন, সারাদেশে সাড়ে ৩১ হাজার পূজামণ্ডপে পূজা উদযাপন হতে যাচ্ছে। দেশের কিছু জায়গায় বন্যা হওয়ার কারণে কিছু পূজা মণ্ডপে পূজা হচ্ছে না। তবে সেই সংখ্যাটা খুবই কম।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
উপদেষ্টা হাসান আরিফের দাফন সোমবার
নিজস্ব প্রতিবেদক
Saturday, 21 December, 2024
বন্ধ হয়নি সড়ক ও পরিবহন খাতের দুর্নীতি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 21 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up