Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বিএনপির সঙ্গে ১২ দলীয় জোট লিয়াজোঁ কমিটির বৈঠক ■ ৬ মাসে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দাবি জামায়াতের ■ সীমান্তে সন্ত্রাসী হামলায় ১৬ সেনা নিহত ■ ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ■ গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের খসড়া তালিকা প্রকাশ ■ অস্থিরতার পেছনে প্লেয়ার ও রেগুলেটরদের দুষলেন অর্থ উপদেষ্টা ■ সরকারের কাছে ৫ দাবি বুয়েট শিক্ষার্থীদের
করাচিতে ভয়াবহ বিস্ফোরণে ২ চীনা নাগরিক নিহত
Published : Monday, 7 October, 2024 at 12:46 PM

আবারও জঙ্গি হামলার শিকার পাকিস্তান

আবারও জঙ্গি হামলার শিকার পাকিস্তান

আবারও জঙ্গি হামলার শিকার পাকিস্তান। বিস্ফোরণ হামলায় কেঁপে উঠে করাচি বিমানবন্দর এলাকা। এতে প্রাণ গেছে ২ চীনা নাগরিকের। আহত হয়েছেন অন্তত ১০ জন।

বোরবার (৬ অক্টোবর) রাতে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই হামলা হয়। এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে চিহ্নিত করেছে পাকিস্তানে অবস্থিত চীনা দূতাবাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের কাছে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। প্রকৌশলীসহ চীনা নাগরিকদের উদ্দেশ্য করে এই হামলা চালানোর দাবি করেছে তারা। হামলায় গাড়িতে স্থাপনযোগ্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছে।

এই ঘটনায় করাচি পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরের কাছে পোর্ট কাশিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানির একটি গাড়িবহরে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানে অবস্থিত চীনা দূতাবাস ও কনস্যুলেট জেনারেলের কার্যালয় এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা দুদেশের ভুক্তভোগীদের জন্য গভীরভাবে শোকাহত। ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি।

আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বালুচিস্তান প্রদেশ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। বিএলএ এই প্রদেশের স্বাধীনতা চায়। আগস্টে দলটির সমন্বিত আক্রমণে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

আরব সাগরের কৌশলগত বন্দর গোয়াদারের মতো যেসব ক্ষেত্রে চীনের স্বার্থ রয়েছে, সেগুলোকে লক্ষ্যবস্তু করে থাকে বিএলএ। এর আগেও চীনা কর্মকর্তাদের হত্যা ও করাচিতে বেইজিং কনস্যুলেটে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তাদের অভিযোগ, বালুচিস্তানকে শোষণ করতে ইসলামাবাদকে সহায়তা করছে বেইজিং।   

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সীমান্তে সন্ত্রাসী হামলায় ১৬ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 21 December, 2024
পার্লামেন্টে হাতাহাতি, ২ এমপি আইসিইউতে
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 19 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up