Published : Sunday, 6 October, 2024 at 8:20 PM, Update: 06.10.2024 9:33:07 PM
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমেছে টাইগাররা। কিন্তু দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে ৪৪ রান। নাজমুল হোসেন শান্ত ১৭ রান করে অপরাজিত আছেন। রিয়াদ আউট হওয়ার পর ব্যাটিংয়ে এসেছেন জাকের আলী অনিক।
রোববার (৬ অক্টোবর) গোয়ালিয়রে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২ বলে ৪ রান করে প্রথম ওভারেই ক্যাচ আউট হন লিটন কুমার দাস। ৯ বলে ৮ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার পারভেজ ইমন।
পাওয়ারপ্লে শেষে আবার উইকেট হারায় বাংলাদেশ। আগের ওভারে ছিল মেইডেন। সেই চাপেই কি না বড় শট খেলতে চাইলেন হৃদয়। বাউন্ডারি লাইনে গিয়েছে ক্যাচ। নিজের স্পেলের প্রথম ওভারে ১৬ রান হজম করা বরুণ চক্রবর্তী দ্বিতীয় ওভার করলেন দুর্দান্ত। পেয়েছেন একটা উইকেটও।
ক্রিজে আছেন অধিনায়ক শান্ত। তাকে সঙ্গ দিতে এসেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু অভিজ্ঞতার দাম দেয়া হলো না তার। মায়াঙ্ক যাদবের ক্যারিয়ারের প্রথম শিকার হলেন মাহমুদউল্লাহ। ডিপ পয়েন্টের বাউন্ডারি লাইনে ক্যাচ নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে পুরোপুরি চাপের মুখে বাংলাদেশ।