মধ্যপ্রাচ্যে আরব আমিরাতের কাছ থেকে প্রথম বাণিজ্যিক গেমিং (জুয়া খেলা) অপারেটরের লাইসেন্স পেয়েছে হোটেল ও ক্যাসিনো অপারেটর উইন রিসোর্টস। শনিবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, উইন রিসোর্টস লাস ভেগাস ভিত্তিক একটি প্রতিষ্ঠান। আরব আমিরাতের রাস-আল-খাইমাহর উইন আল মারজান দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে তারা। সেখানেই মধ্যপ্রাচ্যের প্রথম ক্যাসিনো স্থাপন করা হবে।
৬২ হেক্টর এলাকা জুড়ে আরব উপসাগরে বিস্তৃত এই প্রকল্পটি ২০২৭ সালের শুরুর দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। এই প্রকল্পটি উইন রিসোর্টস, মারজান ও আরএকে হসপিটালিটি হোল্ডিংয়ের মধ্যে একটি যৌথ উদ্যোগ।