Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ■ সরকার জানালো যখন নির্বাচন করতে পারবে আওয়ামী লীগ ■ মৃত্যু বাড়ছে ডেঙ্গুতে, একদিনে গেলো আরও ৭ প্রাণ ■ তামিমকে অধিনায়ক করে বাংলাদেশ দল ঘোষণা ■ রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ ■ জবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ ডিসেম্বর ■ পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৮
নেককার হয়েও পরকালে নিঃস্ব হবেন যারা
Published : Sunday, 6 October, 2024 at 10:25 AM

নেককার হয়েও পরকালে নিঃস্ব

নেককার হয়েও পরকালে নিঃস্ব

হজরত আবু হুরায়ারা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবিদের বললেন, আপনারা কি জানেন নিঃস্ব (দেউলিয়া) ব্যক্তি কে? সাহাবিরা বললেন, আমরা তো মনে করি, যার ধনসম্পদ নেই, সে-ই নিঃস্ব।
 
আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব তো সেই ব্যক্তি, যে কেয়ামতের দিন দুনিয়া থেকে নামাজ, রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে; কিন্তু পাশাপাশি সেসব লোকেদেরও নিয়ে যাবে যাদের কাউকে সে গালি দিয়েছে, কারও বিরুদ্ধে অপবাদ রটিয়েছে, কারও সম্পদ ভোগ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে প্রহার করেছে; এ ধরনের লোকদের তার নেকিগুলো দিয়ে দেওয়া হবে। যখন তার নেকি শেষ হয়ে যাবে অথচ পাওনাদারদের পাওনা তখনো বাকি, তখন তাদের গুনাহ তার ওপর চাপিয়ে হবে আর তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (মুসলিম ৬৩৪৩)

হাদিসে যেসব গুনাহের কথা বলা হয়েছে তা হলো অন্যের হক নষ্ট করার গুনাহ। যেসব গুনাহ আল্লাহর হকের সাথে সম্পর্কিত তা আল্লাহ ক্ষমা করে দিতে পারেন; তিনি রাহমানুর রাহিম। কিন্তু তিনি যেহেতু ন্যায়বিচারক, বান্দার হক তিনি ক্ষমা করবেন না। বান্দার হকের ক্ষমা বান্দার কাছেই পেতে হবে।
 
দুনিয়াতে ক্ষমা চেয়ে ক্ষমা না করালে কেয়ামতের দিন নিজের নেক কাজ তাকে দিয়ে দিতে হবে, তার পাপের বোঝা বহন করতে হবে; যে দিন একটা নেক কাজের মূল্য হবে সারা দুনিয়া এবং এর সব সম্পদের চেয়ে বেশি।
 
এজন্য মৃত্যুর আগেই নিজের কৃত জুলুম ও অন্যায়গুলোর জন্য অনুতপ্ত হওয়া উচিত। কোনো দাবি-পাওনা থাকলে, মিটিয়ে নেওয়া উচিত। ক্ষমা করিয়ে নেয়া উচিত।
 
রসুলুল্লাহ (স.) বলেন, কারও ওপর তার ভাইয়ের কোনো দাবি থাকলে সে যেন তা থেকে মুক্ত হয়। কারণ কেয়ামতের দিন পাওনা পরিশোধের জন্য টাকা-পয়সা থাকবে না। তখন অন্যায়ের সমপরিমাণ সওয়াব পাওনাদারের জন্য নিয়ে নেয়া হবে। সওয়াব না থাকলে পাওনাদারের গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে। (বুখারি)
 
জুলুম তো শুধু অন্যকে শারীরিকভাবে নির্যাতন করা নয়। শারীরিকভাবে নির্যাতন তো জুলুম অবশ্যই, পাশাপাশি পরনিন্দা, অপবাদ, গালি, অন্যের সুনাম, সম্মান নষ্ট করা এগুলোও জুলুম। এগুলোকে অনেকে খুব তুচ্ছ মনে করে। কিন্তু কেয়ামতের দিন এই অন্যায়গুলো কাল হয়ে দাঁড়াবে। প্রচুর নেক আমল করার পরও এ সব জুলুমের কারণে নিঃস্ব ও দেউলিয়া হতে হবে।

নিঃস্ব বা দেউলিয়া বলতে আমরা এমন ব্যক্তিদের বুঝি যাদের অর্থ-সম্পদ নেই। কিন্তু আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন দেখুন! তিনি দুনিয়ার কোনো অভাবীকে নিঃস্ব বা দেউলিয়া বলেননি। দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী। দুনিয়ার অসহায়ত্বও ক্ষণস্থায়ী। প্রকৃত নিঃস্ব সেই যে কেয়ামতের দিন নিঃস্ব হবে। দুনিয়ায় আমল করার পরও সর্বহারা হবে।

দেশসংবাদ/এমএইচ/এমএটি


আপনার মতামত দিন
ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক
Sunday, 17 November, 2024
জুমার দিনের ৬টি আমল
ইসলামিক ডেস্ক
Friday, 15 November, 2024
নামাজের সময়সূচি: ১৩ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 12 November, 2024
নামাজের সময়সূচি - ১২ নভেম্বর ২০২৪
ইসলামিক ডেস্ক
Tuesday, 12 November, 2024
জুমার দিনের আমল
ইসলামিক ডেস্ক
Thursday, 7 November, 2024
বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 4 November, 2024
নামাজের সময়সূচি - ৩১ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদক
Thursday, 31 October, 2024
হজের দুটি প্যাকেজ ঘোষণা, খরচ কমলো
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 30 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up