Published : Saturday, 5 October, 2024 at 7:55 PM, Update: 05.10.2024 9:49:46 PM
স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাঘিনীদের সামনে এবার বাধা ইংল্যান্ড। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার মিশনে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
শনিবার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামেনারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আগের ম্যাচের একাদশে এক পরিবর্তন এনেছে টিম টাইগ্রেস। মুর্শিদা খাতুনের জায়গায় এসেছেন দিলারা আক্তার।
এর আগে গত বৃহস্পতিবার আসরে নিজেদের ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় ১০ বছর ও ১৬ ম্যাচ পর জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।