Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বিএনপির সঙ্গে ১২ দলীয় জোট লিয়াজোঁ কমিটির বৈঠক ■ ৬ মাসে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দাবি জামায়াতের ■ সীমান্তে সন্ত্রাসী হামলায় ১৬ সেনা নিহত ■ ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ■ গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের খসড়া তালিকা প্রকাশ ■ অস্থিরতার পেছনে প্লেয়ার ও রেগুলেটরদের দুষলেন অর্থ উপদেষ্টা ■ সরকারের কাছে ৫ দাবি বুয়েট শিক্ষার্থীদের
মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের গুঞ্জন
Published : Saturday, 5 October, 2024 at 11:30 AM

মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের গুঞ্জন

মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের গুঞ্জন

সাকিবের মতো ভারতের মাটিতে অবসরের ঘোষণা দিতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদও। টেস্ট থেকে আগেই সরে দাঁড়িয়েছেন তিনি। এখন শুধু ওয়ানডেতে মনোযোগী হতে চান সাইলেন্ট কিলার। যার কিছুটা ইঙ্গিত মিলেছে নাজমুল শান্তর কথায়। 

টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিশ্চয়ই ভুলে যায়নি বাংলাদেশ। সেদিন সেমিফাইনালে ওঠার সেরা সুযোগ হারিয়েছিল টাইগাররা। বিশেষ করে নূর আহমেদের বলে মাহমুদউল্লাহর ডিফেন্সিভ অ্যাপ্রোচে হতাশা ছড়িয়ে পড়ে সারা দেশে।

টি-২০তে তখন থেকেই রিয়াদকে দলে রাখা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। ভারতের বিপক্ষে সিরিজের আগে মিরপুরে ম্যাচ সিনারিওতে ভালো কিছু করতে পারেননি। অথচ সেখানেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শামীম পাটোয়ারী। শেষ পর্যন্ত কপাল পোড়ে তার।

বাংলাদেশের অধিনায়ক শান্ত বলেন, তিনি অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। কিন্তু বাংলাদেশের অনেক জয়ের পেছনে কিন্তু ওনার অবদান রয়েছে। শামীম ইয়ং এবং খুবই ভালো করছে, ভালো ব্যাটিং করছে। কিন্তু আমি এই জায়গায় তুলনা করতে চাই না। 

শান্ত আরো বলেন, আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের জন্য এই সিরিজটা খুবই ‍গুরুত্বপূর্ণ। হয়তো উনি নির্বাচকদের সঙ্গে কথাও বলবেন। এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না। আমার মনে হয় অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা যোগাযোগ তো হবেই। 

গোয়ালিয়রেও যে খুব ভালো অবস্থানে আছে মাহমুদউল্লাহ এমনটি নয়। অনুশীলনে পেসারদের বিপক্ষে ভালোই ভুগেছেন। বড় শট খেলতে পারছেন না স্পিনারদের বলেও। ২০২৬ টি-২০ বিশ্বকাপের পরিকল্পনাতেও নেই মাহমুদউল্লাহ।

বাংলাদেশ অধিনায়ক যোগ করেন, আমাদের যে সিরিজটা শুরু হচ্ছে এটা অবশ্যই ২০২৬ এর চিন্তা রেখেই শুরু করব। এখানে ১৫ জনের পাশাপাশি ৫-৬ জন খেলোয়াড় হয়ত বাইরে আছে। এই ২০-২২ জনকে নিয়েই সামনে একটা প্রিপারেশন হবে। 

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের হার
নিজস্ব প্রতিবেদক
Thursday, 19 December, 2024
১২০ রানে বড় জয়ে সুপার ফোরে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
Tuesday, 17 December, 2024
বিজয়ের দিনে ক্রিকেট মাঠে জয়
ক্রীড়া প্রতিবেদক
Monday, 16 December, 2024
সাকিবকে নিষেধাজ্ঞা দিলো ইসিবি
ক্রীড়া ডেস্ক
Friday, 13 December, 2024
চার বছর পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
Friday, 13 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up