সাকিবের মতো ভারতের মাটিতে অবসরের ঘোষণা দিতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদও। টেস্ট থেকে আগেই সরে দাঁড়িয়েছেন তিনি। এখন শুধু ওয়ানডেতে মনোযোগী হতে চান সাইলেন্ট কিলার। যার কিছুটা ইঙ্গিত মিলেছে নাজমুল শান্তর কথায়।
টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিশ্চয়ই ভুলে যায়নি বাংলাদেশ। সেদিন সেমিফাইনালে ওঠার সেরা সুযোগ হারিয়েছিল টাইগাররা। বিশেষ করে নূর আহমেদের বলে মাহমুদউল্লাহর ডিফেন্সিভ অ্যাপ্রোচে হতাশা ছড়িয়ে পড়ে সারা দেশে।
টি-২০তে তখন থেকেই রিয়াদকে দলে রাখা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। ভারতের বিপক্ষে সিরিজের আগে মিরপুরে ম্যাচ সিনারিওতে ভালো কিছু করতে পারেননি। অথচ সেখানেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শামীম পাটোয়ারী। শেষ পর্যন্ত কপাল পোড়ে তার।
বাংলাদেশের অধিনায়ক শান্ত বলেন, তিনি অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। কিন্তু বাংলাদেশের অনেক জয়ের পেছনে কিন্তু ওনার অবদান রয়েছে। শামীম ইয়ং এবং খুবই ভালো করছে, ভালো ব্যাটিং করছে। কিন্তু আমি এই জায়গায় তুলনা করতে চাই না।
শান্ত আরো বলেন, আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো উনি নির্বাচকদের সঙ্গে কথাও বলবেন। এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না। আমার মনে হয় অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা যোগাযোগ তো হবেই।
গোয়ালিয়রেও যে খুব ভালো অবস্থানে আছে মাহমুদউল্লাহ এমনটি নয়। অনুশীলনে পেসারদের বিপক্ষে ভালোই ভুগেছেন। বড় শট খেলতে পারছেন না স্পিনারদের বলেও। ২০২৬ টি-২০ বিশ্বকাপের পরিকল্পনাতেও নেই মাহমুদউল্লাহ।
বাংলাদেশ অধিনায়ক যোগ করেন, আমাদের যে সিরিজটা শুরু হচ্ছে এটা অবশ্যই ২০২৬ এর চিন্তা রেখেই শুরু করব। এখানে ১৫ জনের পাশাপাশি ৫-৬ জন খেলোয়াড় হয়ত বাইরে আছে। এই ২০-২২ জনকে নিয়েই সামনে একটা প্রিপারেশন হবে।