Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বিএনপির সঙ্গে ১২ দলীয় জোট লিয়াজোঁ কমিটির বৈঠক ■ ৬ মাসে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দাবি জামায়াতের ■ সীমান্তে সন্ত্রাসী হামলায় ১৬ সেনা নিহত ■ ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ■ গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের খসড়া তালিকা প্রকাশ ■ অস্থিরতার পেছনে প্লেয়ার ও রেগুলেটরদের দুষলেন অর্থ উপদেষ্টা ■ সরকারের কাছে ৫ দাবি বুয়েট শিক্ষার্থীদের
বিরল খুতবায় খামেনি
‘ইসরায়েল ভুয়া, বেশি দিন টিকবে না’
Published : Friday, 4 October, 2024 at 5:59 PM

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

ইসরায়েল রাষ্ট্র বেশিদিন টিকবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, তাদের কোনো শিকড়ই নেই। এরা ভুয়া ও অস্থিতিশীল। শুধুমাত্র মার্কিন সমর্থন নিয়েই টিকে আছে। এসময় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানের সেনাবাহিনীর অকুণ্ঠ প্রশংসা করেছেন তিনি। 

শুক্রবার (০৪ অক্টোবর) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুম্মার নামাজে অংশগ্রহণকারী মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া খুতবার সময় তিনি এসব কথা বলেছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি এ খবর জানিয়েছে।

খামেনি বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনীর অসাধারণ এই পদক্ষেপ ছিল সম্পূর্ণ বৈধ ও ন্যায়সংগত। আমেরিকার ‘পাগলা কুকুর’ ও নেকড়ের মত হিংস্র ইহুদিবাদি এই শাসকগোষ্ঠীর ভয়াবহ সব অপরাধের জন্য আমাদের সেনারা তাদের সামান্য শাস্তিই দিয়েছে।’

তিনি আরও বলেছেন, ইসলামিক রিপাবলিক তার দায়িত্ব শক্তি ও দৃঢ়তার সঙ্গে পালন করবে। আমরা পদক্ষেপ নিতে তাড়াহুড়া বা সময়ক্ষেপণ, কোনোটিই করব না।

সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে, ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর জনসম্মুখে জুম্মার নামাজে ইমামতি করেছিলেন খামেনি। কুদস ফোর্সের কমান্ডার কাশেম সোলায়মানি এক হামলায় প্রাণ হারালে তার জবাবে ওই হামলা করেছিল তেহরান।

নামাজের পর হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহর স্মরণে প্রার্থনার আয়োজন করা হয়। বৈরুতে ইসরায়েলি হামলায় প্রাণ হারান নাসরাল্লাহ।

নাসরাল্লাহকে ‘ভাই’ বলে অভিহিত করেছেন খামেনি। বক্তব্যে ইরানের সর্বোচ্চ  নেতা আরও বলেছেন, নাসরাল্লাহকে নিয়ে তিনি ‘গর্বিত’ এবং তিনি ছিলেন ‘ইসলামি বিশ্বের প্রিয় মুখ, এই অঞ্চলের (মধ্যপ্রাচ্য) প্রাণবন্ত কণ্ঠস্বর, লেবাননের অলংকার।

নাসরাল্লাহকে শ্রদ্ধা জানানোর প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করছিলেন বলে জানিয়েছেন আয়াতুল্লাহ। তিনি বলেছেন, ‘প্রিয় সাইয়েদের (নাসরাল্লাহ) শাহাদাতবরণে আমরা সবাই শোকাহত। কিন্তু তার মানে এই নয়, আমরা বিষণ্ন, বিপর্যস্ত ও হতাশ হয়ে পড়েছি।

নাসরাল্লাহ এই পৃথিবী ত্যাগ করলেও তার ‘ব্যক্তিত্ব, অনুপ্রেরণা থেকে যাবে’ বলে আশাবাদ প্রকাশ করেছেন খামেনি।

প্রয়াত হিজবুল্লাহ প্রধানকে স্মরণ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, তিনি ছিলেন শোষক ও আগ্রাসী দানবদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, শোষিতদের রক্ষক। যোদ্ধা ও অধিকার সচেতনদের জন্য তিনি ছিলেন সাহস ও অনুপ্রেরণার উৎস। তার জনপ্রিয়তা লেবানন, ইরান ও আরব বিশ্বের সীমানা অতিক্রম করেছিল। তার মৃত্যুতে এই প্রভাব আরও বৃদ্ধি পাবে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
গাজায় ইসরায়েলি হামলায় ৩৮ ফিলিস্তিনি নিহত
নিজস্ব প্রতিবেদক
Thursday, 19 December, 2024
‘আমি পালিয়ে যেতে চাইনি’
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 16 December, 2024
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে ৪৬ নিহত
আর্ন্তজাতিক ডেস্ক
Monday, 16 December, 2024
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৫৫ ফিলিস্তিনি
আর্ন্তজাতিক ডেস্ক
Sunday, 15 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up