ম্যাচে প্রথমার্ধে গোলে দেখা পায়নি কোনো দলই। খেলার ৫০ মিনিটে ইত্তিহাদকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। পিছিয়ে পড়ে আল আকাউদ কয়েকবার ইত্তিহাদের রক্ষণভাগে আক্রমণ চালায়। তাতেই অবশ্য লাভ হয়নি।
খেলার ৮৯ মিনিটে ইত্তিহাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন আলজিরিয়ান ফরোয়ার্ড হাউসেম আওয়ার। খেলার ইনজুরি সময়ে একটি গোল পরিশোধ করে আল আকাউদ। গোলটি করেন সালেহ আল আব্বাস।
বাকি সময়ে গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল ইত্তিহাদ। ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে তারা। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে শীর্ষে রয়েছে আল হিলাল।