তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। গোয়ালিয়র ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
দীর্ঘ ১৪ বছর পর গোয়ালিয়রে ফিরছে আন্তর্জাতিক ম্যাচ। ২০১০ সালের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়নি। অথচ ১০ কিলোমিটারের মতো কাছাকাছি দূরত্বে রয়েছে দুটি আন্তর্জাতিক মানের খেলার মাঠ। টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশ দল এখন ভারতের গোয়ালিয়রে।
এদিকে ম্যাচটি বন্ধের ডাক দিয়েছে স্থানীয় হিন্দু মহাসভা। তাই ক্রিকেটারদের নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থানে পুলিশ সদস্যরা। টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটারদের একটা যোগ দিয়েছেন দলের সঙ্গে। এরই মধ্যে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন সেরেছে টাইগার বাহিনী।