সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে লটারি কিনে ২ কোটি দিরহাম (প্রায় ৬৫ কোটি টাকা) জিতলেন এক প্রবাসী বাংলাদেশি। তবে, তিনি একা এই পুরস্কার পাননি। এই টিকিট কিনেছিলেন তারা মোট ১৩ জন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
লটারিতে ৬৫ কোটি টাকা জেতাদের একজন হলেন চট্টগ্রামের আবুল মনসুর। সম্প্রতি এক অনুষ্ঠানে দেয়া হয়েছে এই অর্থ। তার ১২ বন্ধুর সঙ্গে এই টাকা শেয়ার করবেন তিনি।
এ নিয়ে এক প্রতিক্রিয়ায় আবুধাবিতে থাকা আবুল মনসুর গালফ নিউজকে বলেন, ২০০৭ সাল থেকে আমি আরব আমিরাতে কাজ করছি। বিগ টিকিট থেকে আমি ১৬ বছর ধরে টিকিট কেটে আসছি। এবার জিতে গেলাম। আমরা ১৩ বন্ধু এটা কিনেছিলাম।
জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর এই টিকিট কিনেছিলেন তারা। টিকিটের নম্বর ছিল ৩১১৫৭৩। আবুল মনসুরের বন্ধুরা বেশিরভাগই নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন। মাসে ১ হাজার থেকে ৩ হাজার দিরহাম করে পান।
আবুল মনসুর গালফ নিউজকে বলেন, ড্র অনুষ্ঠান আমি সরাসরি দেখছিলাম। আমাদের টিকিটের নম্বর বলার পর আনন্দে লাফিয়ে উঠি। আমরা আগে ৫০, ১০০ দিরহাম দিয়ে টিকিট কিনতাম। এবার ১ হাজার দিরহাম দিয়ে কিনি। আর আমরা হয়ে গেলাম মিলিয়নিয়ার।
৫২ বছর বয়সী মনসুরের পরিবারে স্ত্রী ছাড়াও এক মেয়ে ও ২ ছেলে রয়েছে। দুই ছেলেও দুবাই থাকেন।