মেক্সিকোর হুইক্সটলা শহরে একটি অভিবাসী ট্রাককে লক্ষ্য করে গুলি চালায় সেনাবাহিনী। এতে ছয়জন অভিবাসী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত আরও ১০ জন।
মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় ৩৩ অভিবাসীকে বহনকারী ট্রাককে লক্ষ্য করে সেনারা গুলি ছুঁড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
মন্ত্রণালয় আরও বলেছে, সেনাবাহিনীর একটি দল টহল দেয়ার সময় অভিবাসীদের বহনকারী গাড়িটি উচ্চ গতিতে চলায় সেটিকে থামানোর চেষ্টা করে। তবে নির্দেশ এড়িয়ে যাওয়ায় দুই সেনা কর্মকর্তা ট্রাকটিকে লক্ষ্য করে গুলি চালায়। আর এতে গাড়িটিতে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান এবং আহত ১২ জনের মধ্যে দুজন হাসপাতালে মারা যান। বাকি ১৭ যাত্রীকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবৃতি অনুযায়ী, পিকআপে থাকা অভিবাসীরা মিশর, নেপাল, কিউবা, ভারত ও পাকিস্তান থেকে এসেছিলেন। তবে, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ফেডারেল প্রসিকিউটরদের অবহিত করা হয়েছে এবং একটি সামরিক ট্রাইব্যুনালও তদন্ত করবে। আর তদন্তচলাকালীন ওই সেনাদের তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হবে।
দ্য কালেকটিভ ফর দ্য মনিটরিং অব সাউদার্ন বর্ডার অ্যাডভোকেসি এবং সিভিল সোসাইটি সংস্থাগুলির একটি গ্রুপ এক বিবৃতিতে বলেছে, এই ঘটনাগুলো দুর্ঘটনাজনিত বা বিচ্ছিন্ন নয়, এগুলো মেক্সিকান রাষ্ট্র যে বিধিনিষেধমূলক অভিবাসন নীতিগুলো প্রয়োগ করে চলেছে তার ফল।