আশ্বিন মাসের মাঝামাঝি এই সময়ে সকাল থেকে ঝুম বৃষ্টি নেমেছে রাজধানীতে। বাড়ি থেকে কর্মস্থল যাওয়ার পথে অনেকেই পড়েন ভোগান্তিতে। একদিকে রাস্তায় পানি, অন্যদিকে বৃষ্টিতে রাস্তায় যানবাহনের সংখ্যাও কমে গেছে। এর ফলে সকালে কাজে বের হওয়া সাধারণ মানুষ, শিক্ষার্থীরা পড়েছেন ভোগান্তিতে।
রাজধানীর শান্তিনগর, বেইলি রোডে, ধানমন্ডির অনেক গলি, পুরান ঢাকার অধিকাংশ গলিতে পানি আটকে আছে বলে খবর পাওয়া গেছে।
পুরানা পল্টনে অফিস বনশ্রী বাসিন্দা মলি সরকারের। তিনি জানান, ৯টায় অফিসে থাকাই লাগবে। এদিকে বৃষ্টিতে রিকশা ও বাসের সংখ্যাও কম। পরে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি নিয়ে অফিসে আসলাম। বৃষ্টি হলেই এই শহর আর বাসের যোগ্য থাকে না। ভোগান্তির আরেক নাম হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।
আইডিয়াল স্কুলের শিক্ষার্থী জিতু সরকার জানান, সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছে, সকালে ঘুম থেকে উঠেও দেখি বৃষ্টি। রেডি হয়ে বের হয়ে প্রথমে কিছু পাচ্ছিলাম না। এরপর রিকশা পেলেও দ্বিগুণ ভাড়া চাইছে। কিছুটা ভোগান্তি তো হয়েছেই। আবার বৃষ্টির কারণে আমার মতো অনেকেই দেখলাম ছাতা মাথায় দিয়ে, কেউ আবার রেইনকোট পরেই স্কুলের দিকে রওনা হয়েছে।
প্রায় একই কথা জানায় ইউনিভার্সেল টিউটোরিয়াল স্কুলের শিক্ষার্থী আয়ান আহমেদ। তার কথায়, বৃষ্টি তো থামছেই না। মনে হচ্ছে আজও সারা দিন এই বৃষ্টি হবে। গলির হাঁটু পানি পার হয়ে রেইনকোট গায়ে দিয়েই স্কুলে এলাম।