হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। বর্তমানে চেন্নাইয়ের গ্রীমস রোডের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। জানা যায়, হঠাৎ পেটে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেয়া হয়েছে এ অভিনেতাকে। হাসপাতালে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এ ছাড়া হার্ট সংক্রান্ত সমস্যার জন্য একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নেয়া হবে। তারপর যাবতীয় পরীক্ষা করা হবে অভিনেতার। তবে বর্তমানে স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে তার। মঙ্গলবার (০১ অক্টোবর) হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে রজনীকান্তকে।