বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছে। তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে গুলিবিদ্ধ হন গোবিন্দ।
নিজের রিভলভার থেকেই গুলি লাগে তার পায়ে। এতে প্রচুর রক্তক্ষরণ হয় তার। গুলি লাগার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গোবিন্দর ব্যবস্থাপক শশী সিনহা এএনআইকে বলেন, গোবিন্দ কলকাতায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। এ সময় উনি ওনার লাইসেন্স করা বন্দুক আলমারিতে রাখছিলেন। তখন বন্দুক ওনার হাত থেকে পিছলে পড়ে যায়, আর গুলি বের হয়ে সোজা পায়ে গিয়ে লাগে। চিকিৎসক গোবিন্দর পা থেকে গুলি বের করেছেন। এখন তার অবস্থা স্থিতিশীল।
আরেকটি সূত্রে জানা গেছে, গোবিন্দর শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে। যন্ত্রণায় সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েছিলেন অভিনেতা। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোবিন্দকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
চিকিৎসকদের এক বিশেষ দল তার চিকিৎসা করছেন। পুলিশ সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। গোবিন্দর বন্দুকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করবে জানিয়েছে পুলিশ।
তবে ৬০ বছর বয়সী অভিনেতার অবস্থা নিয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।