Published : Sunday, 29 September, 2024 at 9:08 AM, Update: 29.09.2024 9:13:05 AM
লা লিগায় মৌসুমে প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা। দুর্দান্ত গতিতে উড়তে থাকা কাতালান ক্লাবটিকে হারিয়েছে ওসাসুনা।
শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে ওসাসুনা। খেলার ২৮ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সা। ১৮ মিনিটে ওসাসুনাকে প্রথম লিড এনে দেন আন্তে বাদিমির। এর ১০ মিনিট পর কাউন্টার অ্যাটাকে গোল করেন স্বাগতিক দলের ব্রায়ান জারাগোজা। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
খেলার৫৩ মিনিটে পাউ ভিক্টরের গোলে ব্যবধান ২-১ করে বার্সা। স্প্যানিশ ফরোয়ার্ডের দুর্বল শট ঠেকাতে ব্যর্থ হন ওসাসুনার গোলরক্ষক সার্জিও হারেরা।
৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওসাসুনার স্ট্রাইকার বাদিমির। ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হয়ে পেনাল্টিতে গোলটি করেন তিনি। এতে স্বাগতিকরা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।
৮৫ মিনিটে ওসাসুনার হয়ে আরো একটি গোল করেন বদলি খেলোয়াড় আবেল ব্রেটসন (৪-১)। এর ৪ মিনিট পর গোল করেন বার্সা ফরোয়ার্ড লামিন ইয়ামাল। এতে ব্যবধান দাঁড়ায় ৪-২। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সা। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।