১৫ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে দীপালী মেমোরিয়াল চেস ক্লাব রানার-আপ ও সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব তৃতীয় স্থান লাভ করে। রানার্স-আপ দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের খেলোয়াড়রা হলেনঃ সজীব দাস, মোহাম্মদ শাকিল, হৃষিন তালুকদার, কাজী সাইফ, মোহাম্মদ শাকের উল্লাহ (অধিনায়ক) ও শাহিনুর হক। তৃতীয় সাধারণ বীমা কর্পোরেশন দাবা দলের খেলোয়াড়রা হলেনঃ নীলয় দেবনাথ, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ (অধিনায়ক), ফিরোজ আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীয়তউল্লাহ, মোঃ নাসির উদ্দিন ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম।