Published : Saturday, 28 September, 2024 at 11:54 PM
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে একটি চার্টার হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সেখানে ৬ জন মারা গেছে। প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, হেলিকপ্টারটি উত্তর খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি বেসরকারি কোম্পানি ভাড়া করেছিলো।
নিরাপত্তা সূত্র জানায়, শনিবার (২৮ সেপ্টেম্বর) কারিগরি ত্রুটির কারণে উত্তর পাকিস্তানে আফগান সীমান্তের কাছে অস্থির উত্তর ওয়াজিরিস্তান এলাকায় উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
এমআই-৮ মডেলের হেলিকপ্টারটিতে মোট ১৪ আরোহী ছিলেন। যাদের মধ্যে ছিলেন তিন রাশিয়ান পাইলট এবং অন্যান্য ক্রুরা।
একটি সূত্র জানিয়েছে, ইঞ্জিন বিকল হয়ে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। এতে কোনো ধরনের নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হওয়ার পাশাপাশি বাকি ৮ আরোহীর সবাই আহত হয়েছেন। আহতদের সিএমএইচ থাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।