Published : Saturday, 28 September, 2024 at 8:56 AM
পাহাড়ের চলমান সার্বিক পরিস্থিতি এখন সেভাবে ঠিক হয়নি। এ কারণে পর্যটকের নিরাপত্তার স্বার্থে নতুন সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটি কর্তৃপক্ষ। সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ আরো তিন দিন বৃদ্ধি করেছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৫ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর ৩ (তিন) দিন সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরও ৩ দিন অর্থাৎ, আগামী ২৮ সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের সাজেকে ভ্রমনে নিরুৎসাহিত করা হলো। ইহা সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।