সশস্ত্র সংগ্রাম ছেড়ে বিরোধী পক্ষগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। তবে এই আহ্বান প্রত্যাখ্যান করেছে জান্তা বিরোধী গোষ্ঠীগুলো।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের রাষ্ট্র পরিচালনা কর্তৃপক্ষ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল (এসএসি) দেশটিতে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং বিরোধী জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) পরিচালিত সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেসকে (পিডিএফ) ‘সন্ত্রাসবাদী পথ’ ছেড়ে দিয়ে রাজনৈতিক সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছে।
গত বছরের অক্টোবর থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করা পর দেশটির বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ নিয়েছে।
শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এসএসি বলেছে,‘রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইরত জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং পিডিএফ সন্ত্রাসীদের দলীয় রাজনীতি বা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রের সাথে যোগাযোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। যাতে তারা সশস্ত্র সন্ত্রাসীপথ পরিত্যাগ করে টেকসই শান্তি ও উন্নয়নের ওপর জোর দিতে জনগণের সাথে হাত মেলাতে সক্ষম হয়।
তবে জান্তা সরকারের এই আহ্বান প্রত্যাখ্যান করেছে এনইউজি। এই সরকার মূলত ২০২১ সালে যে নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল তাদের জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত। এনইউজির মুখপাত্র নেই ফোন লাট বলেছেন, এটা বিবেচনারই বিষয় নয়।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলো জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে।